শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
স্বামী সুবোধানন্দ
...“Waste
not, want not. (অপব্যয়
কোরাে না,
অভাবে
পড়বে না।)
ভক্তদের
বুকের রক্ত জল করা টাকা
নেওয়া
উচিত নয়। আর যত কম নেওয়া
যায় ভক্তদের কাছ থেকে,
তত
সাধুর পক্ষে ভাল।”
“দেখ,
ভক্তদের
কাছ থেকে কোন জিনিস নিবি না।
আর নিজেদের ব্যবহারের জন্য
জিনিসপত্র যত কম নিতে পারিস,
তত
ভাল। ভক্তরা যা কিছু জিনিসপত্র
দেয়,
সাধুদের
জপ-ধ্যান
থেকে তা কাটা যাবে। তারা যতই
ভগবানের নাম করে দিক না কেন,
সাধুর
জপ-ধ্যান
থেকে কিছু অংশ কাটা যাবে।''
স্বামী
সুবোধানন্দ
৬৯
No comments