শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী - Spirituality Religion

Header Ads

শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী

শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Shivananda

Swami Shivananda

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA

Swami Vivekananda

Swami Vivekananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda



সাধুর ভগবানকে নিবেদন না করে কি খেতে আছে! সাধু খাওয়া দাওয়ায় সংযমী হবে। ...স্বামী প্রেমানন্দ ..
******
...তােমরা সাধু - তােমরা সবসময় জপ করবে।
তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে ....শ্রী শ্রী মা সারদা
**********
ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বৈ আর। অন্য বাক্য মুখে আনেনা। ....স্বামী সারদানন্দ



* জয় ঠাকুরজননী *
মথুরবাবুর ঠাকুরের প্রতি অগাধ ভক্তি ও ভালবাসার কোনও অন্ত ছিল না তিনি । 
.ঠাকুরের সেবার যাহাতে কোনকালে ত্রুটি না হয় ,তাই ঠাকুরের নামে একখানি তালুক লিখে দেবার জন্য হৃদয়ের সঙ্গে ঠাকুর যাতে শুনতে পান, সেরকম এক জায়গায় দাঁড়িয়ে পরামর্শ করছিলেন।
ঠাকুর সে কথা শােনামাত্র ফোঁস করে বললেন 
"তুই আমাকে বিষয়ী করতে চাস " ! 
মথুরবাবু অগত্যা নিজ অভিপ্রায় মনের মধ্যে রাখলেন
এই সময়ই ঠাকুরজননী বৃদ্ধা চন্দ্রাদেবীর আগমন হয় দক্ষিণেশ্বরে মথুরবাবু। 
প্রথমেই তাঁকে ঠাকুরমা ডেকে নানান কথায় তাঁর স্নেহের পাত্র হয়ে উঠলেন। 
একদিন সুযােগ দেখে বললেন --
"ঠাকুরমা তুমি কিন্তু আমার কাছে কখনও কোনও সেবা গ্রহণ করলে না। তুমি যদি আমাকে নিজের মনে করাে তবে আমার কাছে যা ইচ্ছে চেয়ে নাও
সরলহৃদয় ঠাকুরজননী ভীষণ নিজেকে বিপন্ন ভেবে অনেক চিন্তা করেও কোন কিছুরই অভাব অনুভব করতে পারলেন না এবং কী চাইবেন স্থির করতে না পেরে বললেন -- 
"বাবা তােমার কল্যাণে আমার এখন কোন কিছুরই অভাব নেই --বলে নিজের পোঁটলা খুলে মথুরকে বললেন দেখনা দেখ আমার পড়িবার কতগুলাে কাপড় আছে,খাবার কোন কষ্ট নাই ,যখন যা দরকার সঙ্গে সঙ্গে তুমি আনিয়ে দিতে কার্পণ্য কোরছ না। যখন আবশ্যক বুঝব তখন চেয়ে নেব "
মথুর বলল তা বললে হবে না। 
কিছু একটা নিতেই হবে ঠাকুরমা। 
তখন বৃদ্ধার একটি অভাবের কথা মনে পড়ল। 
তিনি হাসতে হাসতে বললেন --
" যদি নেহাতই দেবে ,তবে আমার এখন মুখে দেবার গুলের অভাব , আর এক আনার দোক্ত্যা তামাক কিনিয়া দাও"
একথা শুনে বিষয়ী মথুর -এর চোখে জল এসে গেল।
 তিনি ঠাকুর জননীকে প্রণাম করে বললেন --
" এমন মা না হলে কি অমন ত্যাগশীল পুত্র হয়।"
  --: প্রণাম ঠাকুরজননী, প্রণাম শ্রীরামকৃষ্ণদেব

No comments

Powered by Blogger.