মা বলিতেছেন সংযমে মানুষ দেবতা হয়
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
শ্রীমা সারদা দেবী
মা বলিতেছেন , - সংযমে মানুষ দেবতা হয়। ঠাকুর বলতেন , বার বছর সংযম পালন করে যে,
তারি ভিতর পদ্ম ফুল ফুটে।
গায়ে পদ্ম গন্ধ বেরােয়।
যে চিরকাল সংযম অভ্যাস করে তার সমস্ত আনন্দ ব্রম্মরন্ধ্রে গিয়ে দাঁড়ায়।
যার মনে ত্যাগ ধর্ম আছে,
সে সংসারে অনেক কিছু ছেড়ে দিয়ে মনে শান্তি পায়।
সব চেয়ে মনটা সরল হওয়া দরকার ।
যার মন সংশয়ী, তার বড় কষ্ট।
" যার যেমন মন , তার তেমন ধন "
মনের কালি না ঘুচলে,
ঈশ্বর লাভ কিছুতেই হয়না।
কে কি করেছে ,
কার কি দোষ ,
অত খোঁজে তােমার কি প্রয়ােজন?
সকলের দোষ দেখতে দেখতে
শেষে নিজের দোষ বেড়ে যায়।
আগে নিজের মন খুঁজে দেখ ,
তােমার সকল ময়লা ধােয়া হয়েছে কি না?
No comments