মহাপুরুষজী,Swami Shivananda
মহাপুরুষজী,Swami Shivanandaji
![]() |
মহাপুরুষজী,Swami Shivananda |
মহাপুরুষজী—তা আমাদের শরীর গেলেও তােমাদের সঙ্গে যে সম্বন্ধ তা কখনাে যাবে না। আমি খুব আশীর্বাদ করছি তােমরা খুব বেড়ে যাও, ভক্তি-বিশ্বাস প্রেমপবিত্রতায় তােমাদের হৃদয় ভরে যাক, জগতের বহুবিধ কল্যাণ তােমাদের দ্বারা সাধিত হােক। ঠাকুর তােমাদের ঠিক চালিয়ে নেবেন, খুব শক্তি দেবেন। ঠাকুর, স্বামীজী এঁরা এসেছিলেন জগতের হিতের জন্য। নতুন আধ্যাত্মিক আলাে দিয়ে সমগ্র জগৎকে শান্তির ক্রোড়ে টেনে নেবেন বলেই তাে শ্রীপ্রভুর নরদেহধারণ। আর তাঁর সেই যুগপ্রবর্তনের জন্যই স্বামীজী এ সঙঘ গড়ে তুলেছিলেন। স্বামীজী যে আদর্শ প্রচার করে গেছেন, সমগ্র জগৎকে সে আদর্শ ক্রমে গ্রহণ করতে হবে। সমগ্র জগতে শান্তিস্থাপনের আর দ্বিতীয় পন্থা নেই।
No comments