নজরদারি নেই, ভেজাল দুধে মিশছে সাবানও II দুধে ভেজাল অথবা জল মেশানো এই সমস্যা দূর করার জন্য বাজারে
দুধে ভেজাল অথবা জল মেশানো এই সমস্যা দূর করার জন্য বাজারে ডাইরেক্ট দুধ দেয় হচ্ছে
নজরদারি নেই, ভেজাল দুধে মিশছে সাবানও
কখনও
ছানার জলে মেয়াদ উত্তীর্ণ
গুঁড়ো দুধ আর অ্যারারুট গোলা
হচ্ছে। কখনও কৃত্রিম ফেনা
আনতে ভেজাল দুধে মেশানো হচ্ছে
কাপড় কাচার গুঁড়ো সাবান।
স্নেহ পদার্থের অভাব ঢাকতে
মিশছে বনস্পতিও।
রাজ্যে
ভেজাল দুধের বিরুদ্ধে অভিযানে
নেমে এমনই তথ্য পেয়েছে রাজ্য
পুলিশের এনফোর্সমেন্ট শাখা
(ইবি)।
রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ
করপুরকায়স্থকে দেওয়া ১৭ পাতার
একটি রিপোর্টে ইবি এই সব কথা
বিস্তারিত ভাবে জানিয়েছে।
শুধু তাই নয়,
ভেজাল
দুধের কারবারে সরকারি নজরদারি
ব্যবস্থার অভাব যে কতখানি,
স্পষ্ট
হয়ে গিয়েছে তা-ও।
aa
No comments