ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে? - Spirituality Religion

Header Ads

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে?

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে? 

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে?
ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে? 
  ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে কি তাজমহলটি ধুয়ে নেওয়া হচ্ছে? 
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার দুদিনের সফরে ভারতে অবতরণ করায় তাজমহলের অনুরূপ কাঠামোর একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য যে, আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে তাঁর ভাষণের পরে ট্রাম্প আগ্রার তাজমহল সফর করেছিলেন। ভাইরাল ভিডিওতে একটি ফায়ার ইঞ্জিনটি স্মৃতিস্তম্ভটিতে জল স্প্রে করছে  দাবি করা হচ্ছে যে ট্রাম্পের সফরের আগে তাজমহলটি ধুয়ে নেওয়া হয়েছিল।




প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। সফর শুরু হচ্ছে গুজরাটের আহমেদাবাদ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুকের দিনরাত তাই এক হয়ে গেছে। এলাহি বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। গোটা রাজ্যেএই মুহূর্তে সফর ছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ নয়। ভোল বদলে গেছে আহমেদাবাদের। যে পথ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প সবরমতি আশ্রম হয়ে মোটেরায় যাবেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করতে, সেই অঞ্চলগুলো সেজেগুজে ঝকঝকে–তকতকে। ঘুচে গেছে যাবতীয় মালিন্য। গত বছর যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত ‘হাউডি মোদির’ জাঁকজমককে টেক্কা দিতে ভারতের মোদি সরকার প্রস্তুত। এক লাখ মানুষকে তাই আজ জড়ো করা হবে মোটেরায়, ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে। বড় পরীক্ষার মুখে গুজরাটের বিজয় রুপানির সরকার। পরীক্ষা মোদিরও।
ট্রাম্পের কাছে মোদি ‘বন্ধু’। ভারতের প্রধানমন্ত্রীকে তিনি এভাবেই সম্বোধন করেছেন। সফর নিয়ে উজ্জীবিত তিনিও। একটা ভিডিও ক্লিপ তিনি শেয়ার করেছেন, যেখানে ভারতীয় সিনেমা ‘বাহুবলী ২’–এর অভিনেতার মুখে তাঁর মুখ বসিয়ে লেখা হয়েছে, ‘ভারতীয় বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আর তর সইছে না।’ এর জবাবে প্রধানমন্ত্রী মোদি রোববার টুইট করে বলেন, ‘ভারত আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। কাল তিনি আমাদের সঙ্গে মিলিত হবেন। আমরা সম্মানিত বোধ করছি।’

No comments

Powered by Blogger.