প্রাচীন সাধুদের কথা_স্বামী ধীরেশানন্দ (১৯০৭-১৯৯৮)
প্রাচীন সাধুদের কথা_স্বামী ধীরেশানন্দ (১৯০৭-১৯৯৮)
Sri
Ramakrishna
|
অনেক
কথাই
তো আমরা লুকাই
।
এক ঠাকুরের জীবনেই আমরা দেখতে
পাই তার human
aspect তিনি
নিজ মুখেই কতবার প্রকাশ করেছেন।
কিন্তু লােকে কেবল divine
aspect-টাই।
দেখতে চায়। ঠাকুর কামাতুর
হয়ে ছটফট করছেন,
মাটিতে
গড়াগড়ি দিয়ে মুখ ঘষড়াচ্ছেন
আর বলছেন—“মা,
তা
যদি হয় তাে গলায় ছুরি দেব।”
এর দ্বারা আমাদের কত আশার
সঞ্চার হলাে,
কত
শিক্ষা হলাে। এ ঘটনাটা রাম
দত্তের মতাে ভক্তের দল হয়তাে
চেপে যেতেন। কিন্তু চেপে লাভ
কী?
বড়
বড় মুনি-ঋষিরও
পতন হয়েছে। সেটা সাময়িক।
আবার তাঁরা তপস্যার জোরে উঠে
গিয়েছেন। এ-দ্বারা
একটা শিক্ষা পাওয়া গেল।
Nobody
should be over confident of himself. আর
এইটে মনে রাখা যে,
তিনি
রক্ষা করলেই রক্ষা,
নতুবা
সর্বনাশ। তাই তাঁর শরণাগতিই
একমাত্র উপায়।।
Sri
Ramakrishna
|
‘সৎসঙ্গ
রত্নাবলী'-র
বিষয়ে আমি পূর্বেই আমার মতামত
লিখেছি। শুনেছি কেউ কেউ আমাকে
নাকি Shankarite
মনে
করেন। তাঁদের মুখে ফুলচন্দন
পড়ুক। কে যে Shankarite
আর
কে যে Ramakrishnite
তা
বােধ হয় একমাত্র প্রভুই
জানেন। আমি তাে শঙ্কর আর
রামকৃষ্ণে কোনাে ভেদ দেখি
না। ঠাকুর সাধারণের জন্য
ভক্তিপথের ওপর খুব জোর দিয়েছেন।
শঙ্করও কত স্তুতি রচনা
করেছেন—সত্যপি ভেদাপগমে নাথ
তবাহং ন মামকীনস্থ। সামুদ্রোহি
তরঙ্গঃ কচন সমুদ্রো ন তরঙ্গঃ।
শঙ্করের ভক্তিমূলক অসংখ্য
Sri
Ramakrishna
|
স্তবস্তুতির
অবদান কে অস্বীকার করবে?
শাঙ্কর
অদ্বৈতবাদ তাে ঠাকুরই স্বামীজীকে
শিখিয়েছেন—যা স্বামীজী
জগৎকে বিতরণ করেছেন। স্বামীজী
বলেছেন
,
"He (Thakur) usually used to teach Dualism or Qualified-monism.
He never taught Advaita to all. But he taught it to me."
স্বামীজীর
বজ্রনির্ঘোষ—“Awake,
arise, and dream no more! Be bold, and face the Truth! Be one with
it! Let visions cease, or, if you cannot, dream but truer dreams,
which are Eternal Love and Service Free.”—স্বামীজীও
তাহলে Shankariteতাঁরা
বলবেন। যাকগে। বিভিন্নরুচয়ােহি
লােকাঃ'।
সেবাপ্রতিষ্ঠান
নাকি বন্ধ করতে হয়েছে। বিরাট
কাজ। সামলানাে অসম্ভব হয়ে
পড়ছে। এখানেও (কখলে)
কাজ
বেড়েছে,
আরাে
বাড়ছে। কাশী অনশনে শুনেছি
এখন ২৪ ঘণ্টার জন্য armed
security guard রাখতে
হয়েছে। আমাদের শিবজ্ঞানে
জীবসেবা'-র
কী এই পরিণাম!
স্বামীজীর
বাণী মিথ্যা হওয়ার নয়। আমরা
তাঁর যােগ্য follower
নই।
ভবিষ্যতে সব আসবে। তারা
ঠাকুর-স্বামীজীর
বাণীর সঠিক রূপ দেবে। এই মনে
হয়।
No comments