প্রাচীন সাধুদের কথা_শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা_শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ


প্রাচীন সাধুদের কথা_শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ

Sri Ramakrishna

Sri Ramakrishna


পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ ছিলেন,শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের 14th President.. সাধারণত সাধুদের প্রণামের সময় পূজনীয় মহারাজ বেশি কথাবার্তা বলতেন না কিন্তু কোন বিশেষ প্রশ্ন করা হলে তিনি যথাযথ উওর প্রদান করতেন একদিনের একটি ঘটনা বিশেষ উল্লেখযােগ্য পূজনীয় মহারাজ একটি শাখাকেন্দ্র পরিদর্শন করে বেলুড় মঠে ফিরেছেন নিত্যকারের মতাে সাধু-ব্রহ্মচারীরা পূজনীয় মহারাজকে প্রণাম নিবেদন করছেন,একে একে এগিয়ে যাচ্ছেন 
Sri Ramakrishna

Sri Ramakrishna


একজন বয়জ্যেষ্ঠ সন্ন্যাসী পূজনীয় মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন ও উঠে দাঁড়িয়ে হাতজোড় করে বললেন, 'মহারাজ,আপনি অনেকদিন ছিলেন না, মঠ ফাঁকা ফাঁকা লাগছিল' মহারাজ ঐ ঘরের চতুর্দিকের দেওয়ালে টাঙানাে শ্রীশ্রীঠাকুর,শ্রীশ্রীমা,স্বামীজী ও অন্যান্য পার্ষদবৃন্দদের ছবিগুলির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, "তাঁরা তাে ছিলেন"!
Sri Ramakrishna

Sri Ramakrishna
সন্ন্যাসী মহারাজঃ কিন্তু মহারাজ, আপনি হচ্ছেন তাঁদের প্রতিনিধি
পূজ্যপাদ মহারাজঃ তুমিও তাে তাঁদের প্রতিনিধি।
সন্ন্যাসী মহারাজ : মহারাজ,আপনি হলেন সঙ্ঘের। প্রেসিডেন্ট আপনি আমাদের চেয়ে অনেক এগিয়ে

পূজ্যপাদ মহারাজ ,একটু সময় নিলেন ও ঐ সন্ন্যাসী মহারাজের চোখে চোখ রেখে দৃঢ়স্বরে বললেন, _"ঠাকুর কৃপা করে তাঁর পায়ে স্থান দিয়েছেন,এই যথেষ্ট যাও যাও,যাও!"
Sri Ramakrishna

Sri Ramakrishna


উপস্থিত অন্যান্য সাধুরা এই বার্তালাপ শুনে স্তম্ভিত হয়ে যান এই ভেবে যে,কতটা গভীর অনুভূতি থাকলে ঐরূপ শরণাগতি ভাষায় প্রকাশ করা সম্ভব হয়......"ঠাকুর কৃপা করে তাঁর পায়ে স্থান দিয়েছেন,এই যথেষ্ট" রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ প্রকাশিত গুরুদেবের জীবনী 'স্বামী গহনানন্দ' বইটির থেকে ঘটনাটি নেওয়া হয়েছে।



No comments

Powered by Blogger.