প্রাচীন সাধুদের কথা_ত্যাগ ও বৈরাগ্য
ত্যাগ ও বৈরাগ্য
যে ধর্মে যত ত্যাগী জন্মায়, সেই ধর্ম তত শ্রেষ্ঠ।
Sri
Ramakrishna
|
ত্যাগ
ও বৈরাগ্য
যে
ধর্মে যত ত্যাগী জন্মায়,
সেই
ধর্ম তত শ্রেষ্ঠ।
ঈশ্বর-লাভ
করতে হলে ঠিক ঠিক ত্যাগ চাই।
ভগবান ত্যাগীকে খুব ভালবাসেন।
ত্যাগের ভাব না এলে ভগবানলাভ
হয় না। ত্যাগ বলতে গেলেধন,
মান
এসব ত্যাগ করতে হবেই,
এমন
কি দেহটা
—যা
এত আদরেব সামগ্রী,
সে
দেহটিকেও সময় সময় ভুলে যেতে
হবে ভােগের ইচ্ছ। একটুও থাকলে
ত্যাগ কখনও সম্ভব হয় না।
বাসনা মন কখনও কি ত্যাগের কথা
পর্যন্ত ধারণা কবতে পারে ?
যে
মান চায় !
তার
কাছ হতে ভগবান বহু দূরে।
অভাব
থাকলে মানুষ ঠিক ঠিক ভগবানকে
ডাকতে পারে না। কি মানুষের
অভাবের সীমা নেই। অভাব-বােধ
এমনি জিনিস,
যত
আমি করবে, আমার অভাব আছে,
ততই
দেখবে অভাব বাড়বে!
যেই হোক
যারা ভগবানকে পেতে চায়,
তাদের
নিবৃত্তি অবলম্বন করা উচিত।
Sri
Ramakrishna
|
ত্যাগী
সন্ন্যাসী হওয়া কি মূখের
কথা?
ঠিক
ঠিক সন্ন্যাসী হতে গেলে অনেক
হাজার জন্মের সাধনার দরকার।
তারা কত জন্ম রাজত্ব করেছে,
রাজ্যসুখ
ভােগ করেছে,
তবে
বিতৃষ্ণা এসেছে—তারপর সন্ন্যাসী
হয়েছে।
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
aa
No comments