দুর্ঘটনাগ্রস্থ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের গাড়ি II
শ্রীগৌরীতে দুর্ঘটনাগ্রস্থ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের গাড়ি
The car of the accidental Karimganj Ramakrishna Mission
![]() |
The car of the accidental Karimganj Ramakrishna Mission |
শ্রীগৌরীতে দুর্ঘটনাগ্রস্থ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের গাড়ি।
গাড়িতে ছিলেন একজন মহারাজও ছিলেন ।
নাম পূজনীয় রবিন মহারাজ (স্বামী শ্যামলানন্দ) ভয়ঙকর
পথদুর্ঘটনায় আহত
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ ভয়াবহ
দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের
মহারাজ পূজনীয় স্বামী শ্যামলানন্দজি।
রামকৃষ্ণ
মিশন সূত্রের খবর অনুযায়ী,
মঙ্গলবার
সকাল ১১টা নাগাদ করিমগঞ্জ
জেলার শ্রীগৌরী এলাকায় উল্টো
দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে
রামকৃষ্ণ মিশনের গাড়ির সংঘর্ষ
হয়।
এতে গাড়িতে বসা মহারাজ
এবং ড্রাইভার আহত হন।
উল্টো
দিক থেকে আসা যে গাড়িটি ধাক্কা
মারে তার ড্রাইভার এবং যাত্রীরাও
গুরুতর ভাবে আহত হয়েছেন।
চিকিৎসকদের
তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী,
যে
গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে
সেটার যাত্রীদের আঘাত বেশ
গুরুতর।
করিমগঞ্জ
পুলিশের পক্ষ থেকে জানানাে
হয়েছে,
অসাবধানতা বশতই
সংঘর্ষটি হয়েছে।
করােনা
ভাইরাসের কারণে সরকারি নির্দেশে
সাধারণ গাড়ি রাস্তায় বেরােচ্ছে
না।
রামকৃষ্ণ মিশনের সেবামূলক
কাজের দরুন তারা গাড়ি নিয়ে
বেরিয়ে ছিলেন।
বিপরীত দিক
থেকে আসা গাড়িটিও কোন বিশেষ
কারণে যাচ্ছিল সড়ক খালি
থাকায় হয়তাে একটু বেশিই গতি ছিল,
ফলে
সংঘর্ষটি হয়েছে।
তবে ঘটনায়
কারাে মৃত্যু হয়নি এবং আহতরা
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
No comments