প্রাচীন সাধুদের কথা_"জ্বরেযখন একেবারে বেহুঁশ, লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি, - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা_"জ্বরেযখন একেবারে বেহুঁশ, লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি,

প্রাচীন সাধুদের কথা_"জ্বরেযখন একেবারে বেহুঁশ, লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি,

Sri Ramakrishna

Sri Ramakrishna


"জ্বরেযখন একেবারে বেহুঁশ, লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখি একটি মেয়ে আমার পাশে এসে বসল। মেয়েটির রং কাল, কিন্তু এমন সুন্দর রূপ কখনও দেখিনি! বসে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগল। জিজ্ঞেস করলুম,
তুমি কোখেকে আসছ গা?' মেয়েটি বললে, 'আমি দক্ষিণেশ্বর থেকে আসছি।'
শুনে অবাক হয়ে বললুম, 'দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম দক্ষিণেশ্বর যাবে, তাঁকে দেখব, তাঁর সেবা করব। কিন্তু
তা আর হলাে না।' মেয়েটি বললে, 'সে কি? তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি। ভাল হয়ে সেখানে যাবে, তাঁকে দেখবে। তােমার

জন্যেই তাে তাঁকে সেখানে আটকে রেখেছি।' আমি বললুম, 'বটে? তুমি আমাদের কে হও গা?' মেয়েটি বললে, 'আমি তােমার বােন হই।' আমি বললুম, 'ওঃ, তাই তুমি এসেছ!' এর পর ঘুমিয়ে পড়লুম।
Sri Ramakrishna

Sri Ramakrishna
হাত ধরে তুমি নিয়ছ মা মােরে অযাচিত করুণায়
অকূল পাথারে কোল দিতে মােরে স্থান দিলে রাঙা পায়ে।
আমার প্রার্থনা করি মাগাে আমি যদিও যেতে মনেতে।
বাঘে,মুখে বাক্য আমি যাই বলি না মুখের কথায় বিশ্বাস কোর না আমায়
Sri Ramakrishna

Sri Ramakrishna



আমি কোনদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জোগাইতে থাকিব। পৃথিবী মৃত্যুকেও জীবনকেও রাখে, পৃথিবীর

কোলে উভয়েই ভাইবােনের মতাে খেলা করে। _রবীন্দ্রনাথ ঠাকুর


Swami Bhuteshananda
Swami Bhuteshananda

No comments

Powered by Blogger.