প্রাচীন সাধুদের কথা_ ৩ টি প্রশ্ন - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা_ ৩ টি প্রশ্ন

a
BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA


  1. প্রশ্ন - বেদ অনাদি অনন্ত’—এ-কথার বাস্তবিক তাৎপর্য কি
  2. উহা কি বৈচিত মত্ররাজির সম্বন্ধে বুঝিতে হইবে
  3. যদি বেদমন্ত্রে নিহিত সত্যকে লক্ষ্য করিয়া বেদ অনাদি অনন্ত' বলা হইয়া থাকে, তবে ন্যায়, জ্যামিতি, রসায়ন প্রভৃতি শাস্ত্রও অনাদি অনন্ত; কারণ তাহাদের মধ্যেও তাে সনাতন সত্য রহিয়াছে

Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)


উত্তর - এমন এক সময় ছিল, যখন বেদের অন্তর্গত আধ্যাত্মিক সত্যসমূহ অপরিণামী ও সনাতন, মানবের নিকট কেবল অভিব্যক্ত হইয়াছে মাত্র—এইভাবে বেদসমূহ অনাদি অনন্ত বিবেচিত হইত। পরবর্তী কালে বােধ হয় যেন অর্থজ্ঞানের সহিত বৈদিক মন্ত্রগুলিই প্রাধান্য লাভ করিল এবং ঐ মন্ত্রগুলিকেই ঈশ্বরপ্রসত বলিয়া লােকে বিশ্বাস করিতে লাগিল।
Sri Sarada Devi

Sri Sarada Devi


আরও পরবতী কালে মন্ত্রগুলির অর্থেই প্রকাশ পাইল যে, তাহাদের মধ্যে অনেকগুলি কখনও ঈশ্বরপ্রসত হইতে পারে না ; কারণ ঐগুলি মানবজাতিকে—প্রাণিগণকেযন্ত্রণাদান প্রভৃতি নানাবিধ পাপজনক কার্যের বিধান দিয়াছে, উহাদের মধ্যে অনেক ‘আষাঢ়ে গল্প'ও দেখিতে পাওয়া যায়।
Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda


বেদ ‘অনাদি অনন্ত'—-কথার যথার্থ তাৎপর্য এই যে, উহা দ্বারা মানবজাতির নিকট যে বিধি বা সত্য প্রকাশিত হইয়াছে, তাহা নিত্য ও অপরিণামী। ন্যায়, জ্যামিতি, রসায়ন প্রভৃতি শাস্ত্রও মানবজাতির নিকট নিত্য অপরিণামী নিয়ম বা সত্য প্রকাশ করিয়া থাকে, আর সেই অর্থে উহারাও অনাদি অনন্ত। 
Sri Sarada Devi

Sri Sarada Devi


কিন্তু এমন সত্য বা বিধিই নাই, যাহা বেদে নাই ; আর আমি আপনাদের সকলকেই আহবান করিতেছি—উহাতে ব্যাখ্যাত হয় নাই, এমন কি সত্য আছে, দেখাইয়া দিন।
Swami Shivananda

Swami Shivananda


aa

No comments

Powered by Blogger.