প্রাচীন সাধুদের কথা_স্বামী সত্যস্বরূপানন্দ(বিশেষ মহারাজ)
প্রাচীন সাধুদের কথা_স্বামী সত্যস্বরূপানন্দ(বিশেষ মহারাজ)
BANERSHAR
SHIVA LINGA
|
“তারপর
সন্ধ্যারতির পর অশােক মহারাজ
ও রাসবিহারী মহারাজ মার শশাওয়ার
বিছানা ঠিক করে মশারি টাঙাতে
এলেন। চুপচাপ দাঁড়িয়ে আছেন
তাঁরা ট্রাঙ্কে মশারি না দেখে
কাপড়চোপড় সব ওলটপালট করে
দেখলেন,
কিন্তু
নতুন মশারি দেখতে পেলেন না।
তাঁরা মাকে বারবার জিজ্ঞাসা
করছেন,
মা
কিন্তু কোনাে উত্তর না দিয়ে
চুপচাপ দাঁড়িয়ে আছেন। তারপর
সেবকদের পীড়াপীড়িতে মা
বললেন,
'বাবা,
কালী
চেয়েছিল,
তাই
তাকে দিয়ে দিয়েছি।'
রাসবিহারী
মহারাজ বললেন,
মা,
শরৎ
মহারাজ আপনাকে ব্যবহার করতে
দিয়েছেন। আপনি একদিনও ব্যবহার
করলেন না। মহারাজ কী মনে করবেন!'
মা
বললেন,
'বাবা,
শরৎ
আর কী মনে করবে।
Ma
Bhabatarini (Kali)
|
তােমরা
ঐ পুরােনাে মশারিটাই খাটিয়ে
দাও।'
সেবকরা
নিরুপায় হয়ে মায়ের পুরােনাে
মশারি খাটিয়ে ঘর থেকে বেরিয়েছেন,
এমনসময়
তাঁরা দেখেন,
কালীমামা
উঠান দিয়ে আবার মায়ের কাছে
যাচ্ছেন। তখন ঐ দুই সেবক।
কালীমামার দু-হাত
চেপে ধরে বললেন,
“মামা,
মায়ের
মশারি কোথায়?”
‘দিদি
আমাকে দিয়েছে। দিদি আপনাকে
দেননি। আপনি নিয়ে গিয়েছেন।
আপনাকে মশারি ফেরত দিতেই হবে।
তখন কালীমামা চিৎকার করে
বললেন,
‘ও
দিদি,
তােমার
সেবকরা আমায় মেরে ফেলল!’
ঐ
চিৎকার শুনে মা দ্রুত ঘর থেকে
বেরিয়ে উঠানে হাজির হলেন।
তখন কালীমামা হাত ছিনিয়ে
নিজের ঘরের দিকে দৌড় দিলেন।
সেবকরাও পেছন পেছন ছুটলেন।
মা তাঁদের ডেকে বললেন,
তােমরা
সাধু। চলে এসাে। ওর পিছনে ছুটো
না।
কালীমামা
ততক্ষণে ঘরে গিয়ে দরজা বন্ধ
করে দিয়েছেন। মা সেবকদের
একটু ভৎসনার সুরে বললেন,
তােমরা
সাধু,
ত্যাগ-বৈরাগ্য
নিয়ে থাকবে। সামান্য একটা
মশারির জন্য ঝগড়া করা ঠিক
নয়। সত্যি,
দেখিয়ে
গেলেন ত্যাগ ও সহনশীলতা।
Sri
Sarada Devi
|
aa
Swami
Shivananda
|
aa
Swami
Vivekananda
|
aa
No comments