আমরা যে একাদশী পালন কেন করি তার উপকার কি - Spirituality Religion

Header Ads

আমরা যে একাদশী পালন কেন করি তার উপকার কি

আমরা যে একাদশী পালন কেন করি  তার উপকার কি 

একাদশী পালন
একাদশী পালন

আমরা একাদশী পালন করি কেন?

কি জন্য করি না করিলে কি হবে 
বছরে একাদশী পালন না করিলে আমাদের কি কোন ক্ষতি হবে   করলে কি উপকার হবে  কি তার নাম বছরে কটা একাদশী তিথিতে রাম নাম কেন হয়  ছাব্বিশটি একাদশীর আবির্ভাব হয়। 
সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশীর আবির্ভাব হয়। এইগুলি হল --

১. উৎপন্না একাদশী।    
২. মোক্ষদা একাদশী।
৪. পুত্রদা একাদশী।
৫. ষটতিলা একাদশী। 
৬. ভৈমী একাদশী।
৭. বিজয়া একাদশী।
৮. আমলকী একাদশী।
৯. পাপমোচনী একাদশী।
১০. কামদা একাদশী।
১১. বরুথিনী একাদশী।
১২. মোহিনী একাদশী।
১৩. অপরা একাদশী।
১৪. নির্জলা একাদশী।
১৫. যোগিনী একাদশী।
১৬. শয়ন একাদশী।
১৭. কামিকা একাদশী।
১৮. পবিত্রা একাদশী।
১৯. অন্নদা একাদশী।
২০. পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী।
২১. ইন্দিরা একাদশী।
২২. পাশাঙ্কুশা একাদশী।
২৩. রমা একাদশী।
২৪. উত্থান একাদশী।

কিন্তু যে বৎসর পুরুষোত্তমাস, অধিমাস বা মলমাস থাকে, সেই বৎসর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয়।
যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 
হরে রাম  হরে রাম  রাম রাম  হরে হরে 


No comments

Powered by Blogger.