প্রাচীন সাধুদের কথা _'দেখাে দেখাে, আমাকে কিন্তু উড়িয়ে দিও না!
প্রাচীন সাধুদের কথা _পণ্ডিত ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদের আত্মকথা
Sri
Ramakrishna
|
মা
বলিতেছেন,"নরেন
বলছিল,
'মা,আমার
আজকাল সব উড়ে যাচ্ছে।সব দেখছি
উড়ে যায়।'
আমি
বললুম (হাসিয়া
বলিতেছেন),
'দেখাে
দেখাে,
আমাকে
কিন্তু উড়িয়ে দিও না!'
নরেন
বললে,
'মা,
তােমাকে
উড়িয়ে দিলে থাকি কোথায়?
যে
জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে
দেয় সে তাে অজ্ঞান। গুরুপাদপদ্ম
উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায়।
কোথায়?"
ইহা
বলিয়াই আবার বলিতেছেন,
"জ্ঞান
হলে ঈশ্বরটীশ্বর সব উড়ে যায়।
'মা,
মা'
শেষে
দেখে,
মা
আমার জগৎ জুড়ে!
সব
এক হয়ে দাঁড়ায়। এই তাে
সােজা কথাটা।"
Sri
Ramakrishna
|
পণ্ডিত
ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদের
আত্মকথা-----
ভুবনেশ্বর
মঠে একদিন (১৯২০)
আমি
সখেদে রাজা মহারাজকে
বলিয়াছিলাম,---আমারও
ঠাকুরকে দেখার
সম্ভাবনা ছিল,
অদৃষ্টের
ফেরে হয়ে ওঠেনি। তখন পড়াশােনা
করি,
ঠাকুরের
কথা শুনে তাঁকে। দর্শন করার
ইচ্ছা হওয়ায় একদিন দক্ষিণেশ্বর
যাব। বলে বেরিয়ে পড়ি। আলমবাজার
পর্যন্ত গিয়েই মনে হলাে,
তিনি
মনের সব গােপনীয় কথাই জানতে
পারেন,
আবার
বলেও দেন। তরুণ বয়স তখন,
অনেক
কিছুই তাে মনে ছিল যা গােপনই
রাখতুম। যদি সকলের সামনে বলে
দিয়ে অপদস্থ করেন এই ভয়ে
আলমবাজার থেকেই ফিরে এলুম,
তাঁর
দর্শন লাভ আর হলাে না।
Sri
Ramakrishna
|
মহারাজ
কহিলেন,
তাঁকে
দর্শন করতে আপনি আলমবাজার
পর্যন্ত গিয়েছিলেন তাে,
তাহলে
আপনার দর্শন করাই হয়েছে।
'না
মহারাজ,
আমার
দর্শন হয় নি।'
'না
না,
আপনি
গিয়েছিলেন তাে আলমবাজার
পর্যন্ত ?
ঐ
দর্শনই হয়েছে।'
'না
মহারাজ,
আমার
দর্শন হয় নি। নিজের দুর্ভাগ্য
স্মরণ করিয়া আমার চক্ষে তখন
জল ঝরিতেছে। 'আমি
বলছি আপনার দর্শন হয়েছে।'
চকিতে
রাজা মহারাজের দিকে চাহিয়া
দেখি,
ঠাকুর
বসিয়া আছেন। রামকৃষ্ণ শরণ
No comments