আজ নিরালায়
সন্ধ্যার অবসরে ক্ষুদ্র প্রচেষ্টা
আলোছায়ায় দুদিনের চেনাশোনা।
সেখানেই কত কথা হলো জানা।
মায়াজাল হলো বোনা।
কতই না আনাগোনা আনমনা।
আজ সবই গেছে থেমে।
যেন নিঝুম নিশ্চুপ আঁধার এসেছে নেমে।
এখন আমি বড় অসহায়।
ফিরে আসার আশায়।
চেয়ে থাকি নীরব অপেক্ষায়।
কারোরই নেই সময় আমার তরে।
কাছে থেকেও রয় দূরে।
তাই জ্বলেনি দ্বীপ আজও আমার ঘরে।
পূর্ণশ্রী সিকদার।
বারাসত।
No comments