শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু - Spirituality Religion

Header Ads

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু


শ্রীনলিনীকান্ত বসু বৃহত্তর যশাের-এর নড়াইল জেলার দীঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৩১৪ সালের অগ্রহায়ণ মাসে শ্রীশ্রীমাকে প্রথম দর্শন করেন।

তার স্ত্রী শ্ৰীমতী চপলাবালাও শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান।

পরবর্তিকালে কোলকাতায় তারা বসবাস করেন।


আরো পড়ুন

আমার সন্তান প্রতিপালন কতদিন করবো ? শ্রীরামকৃষ্ণ কি বলছেন

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

বিদ্যার সংসার ও অবিদ্যা সংসার কাকে বলে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন

শ্রীশ্রীমায়ের প্রথম দর্শন পাই জয়রামবাটীতে বাংলা ১৩১৪ সালের অগ্রহায়ণ মাসে।

ইতিপূর্বে শ্রীশ্রীমায়ের সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না ;

তখনকার মনের অবস্থায় জানারও বিশেষ কারণ ছিল না।

তখন ব্রাহ্ম সমাজের সঙ্গে মেলামেশা করে তাদের ভাবেই ভাবিত হচ্ছিলাম।

দেবদেবীর পূজা-অর্চনা পৌত্তলিকতা,

ওতে কোন সত্য নেই এরূপই ধারণা ছিল।

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার সাঙ্গোপাঙ্গ ভক্তদের পৌত্তলিক বলেই ভাবতাম

শ্রীভগবানের অপার কৃপায় মােহ দূর হতে বেশি দেরি হয় নি

একদিন শ্রীশ্রীঠাকুরের বিশেষ কৃপাপ্রাপ্ত একজন অন্তরঙ্গ ভক্তের দর্শন পাই।

তাঁর কথায় এবং ভক্তোচিত আকৃতিতে আকৃষ্ট হয়ে প্রায়ই তার নিকট যেতাম।

তাঁরই উপদেশে মধ্যে মধ্যে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে যাতায়াত আরম্ভ করি

ক্রমশ সাধুদের স্নেহ-করুণা শ্রীশ্রীঠাকুরের প্রতি টান অনুভব করতে থাকি।

সাধু-ভক্তদের সঙ্গগুণে ঠাকুরকেই আপনার মনে হতে থাকে

নিশিদিন ভগবৎপ্রেমে মাতােয়ারা, কাম-কাঞ্চন-ত্যাগী,

সত্যনিষ্ঠ, সরলতা করুণার মূর্ত প্রতীক প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভক্তেরা যে অবতার বলে বিশ্বাস করেন,

তা ঠিক বলেই মনে হতে লাগল।

একাধারে এত গুণ কোন মানুষে সম্ভব নয়

এরূপে ধীরে ধীরে দীক্ষার জন্য মন ব্যাকুল হয়।

শুনেছিলামঠাকুরের সময়কার যারা আছেন,

তাঁদের মধ্যে শ্রীশ্রীমা- সর্বশ্রেষ্ঠ।

আরও যখন শুনলাম যে শ্রীশ্রীমা কোন কোন ভাগ্যবানকে দীক্ষাও দিয়ে থাকেন,

তখন শ্রীশ্রীমাকে দর্শন করার প্রবল আকাঙ্ক্ষা জাগল।

শ্রীশ্রীমায়ের উদ্বোধন-বাড়ি তখনও হয়নি।

অধিকাংশ সময়ই তিনি জয়রামবাটীতে থাকেন।

সেখানে যাওয়ার একাধিক রাস্তা ভক্তদের নিকট জেনে নিয়ে বিষ্ণুপুর হয়ে যাওয়াই স্থির করলাম


বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ  তাদের স্মৃতিমালা। শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু 

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

 

সেই সঙ্কল্পানুসারে একদিন হাওড়া হতে ট্রেনে চেপে রাত্রি 12টা-1টার সময় বিষ্ণুপুর স্টেশনে পৌছলাম  

বিষ্ণুপুর হতে জয়রামবাটীতে যাওয়ার তখন কোন বাস বা অন্য কোন যানবাহন ছিল না 

হয় পায়ে হেঁটে  , না হয় গরুর গাড়িতে যেতে হতাে

ভাগ্যক্রমে একজন গরুর গাড়ির গাড়ােয়ান পাওয়া গেল

সে আমাকে কোতলপুর পর্যন্ত পৌছে দিতে রাজি হলাে

তখনই বিছানাপত্র সহ তার গাড়িতে উঠলাম  

খুব সকালে কোতলপুরে পৌছে,

এই গাড়ােয়ানের সাহায্যে একটি কুলি ঠিক করে তার মাথায় বিছানাপত্র দিয়ে জয়রামবাটী রওনা হলাম  

কুলীটি জয়রামবাটীর অনেক কিছু সংবাদ জানে, বুঝলাম

আজ শ্রীশ্রীমায়ের দর্শন পাব- আনন্দে মন ভরপুর 

পথের দুধারে গাছপালা ঘরবাড়ি যা যা দেখছিতাতেই যেন আনন্দ!

মনে মনে একটু শঙ্কাও হতে লাগল, শ্রীশ্রীমাকে কি ভাবে কি বলব

তিনি কি ভাববেন

আমার যাওয়াতে তার কোন অসুবিধা হবে না তােএরূপ ভাবতে ভাবতে চলতে চলতে জয়রামবাটী এসে গেলাম

এই সেই জয়রামবাটী-যেখানে শ্রীশ্রীমা এখনও নরদেহে বর্তমান,

শ্রীশ্রীমা তখন বড়মামার (প্রসন্ন মামার) বাড়িতে থাকতেন,

নিজের বাড়ি তখনও হয়নি

পূর্বদিকের দরজা দিয়ে কুলীটি আমাকে একেবারে বাড়ির ভিতর নিয়ে গেল

আমাদের দেখে একটি প্রশান্ত করুণাময়ী মূর্তি কাছে এলেন,

দেখেই মনে মনে বুঝলাম ইনিই আমাদের মা।


আরও কাছে এসে জিজ্ঞাসা করলেন,—“কোথা থেকে আসছ ?”

-কোলকাতা থেকে, আমাদের মা এখানে থাকেন, তাকে দর্শন করতে এসেছি

-আমিই তাে তােমাদের মা, বাবা! সঙ্গে সঙ্গে প্রণাম করলাম

-তােমার বিছানা বৈঠকখানা-ঘরে রেখে এস, পরে সব শুনব।

শ্রীশ্রীমায়ের জন্য কোলকাতা হতে আনীত মিষ্টি তার হাতে দিয়ে,

বিছানা বৈঠকখানা-ঘরে রেখে কুলীকে বিদায় করে পুনরায় মায়ের কাছে গেলাম।

শ্রীশ্রীমা ততক্ষণ দরজার ধারেই দাড়িয়ে ছিলেন।

কাছে যেতে বললেন, “এবার বল কিজন্য এসেছ ?”

বললুম-আপনাকে দর্শন করতে,

আর জয়রামবাটী কামারপুকুর দর্শন করতে

বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ তাদের স্মৃতিমালা

 শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু 


শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

মায়ের প্রসন্ন দৃষ্টি, মৃদু মৃদু হাসিমুখ  


অপূর্ব এবং অবিস্মরণীয় দৃশ্য


জিজ্ঞেস করলেন, আর কিছু

বুঝলাম, আমার দীক্ষা নেওয়ার গােপন ইচ্ছাটি বুঝে ফেলেছেন 


বললাম, মা, শ্রীশ্রীঠাকুরের একটু নাম করার ইচ্ছা হয়

কিন্তু কেমন করে করতে হয় তা তাে জানি না 


আপনি যদি দয়া করে বলে দেন, তা হলে বেশ হয় 


আচ্ছা তালপুকুরে স্নান করে এসএই কথা বলে পথ দেখিয়ে দিলেন  


কিছু দূর গিয়েই একটা পুকুর পেলাম 


এটি তালপুকুর কিনা জানি না


নিকটে লােকও নেই যে জিজ্ঞেস করি পুকুরের পাড়ে কয়েকটি তালগাছ দেখে ঐটিই তালপুকুর ভেবে তাতে স্নান করলাম

পরে শুনলামঐটিই তালপুকুর


বৈঠকখানা-ঘরে ভিজা কাপড় ছেড়ে মায়ের কাছে যেতেই মা আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।


সেখানে দুখানা আসন পাতা ছিল,

মা একখানাতে বসে আমাকে অন্যআসন বসতে বললেন ;


বসলে মা আমাকে একটি কথা জিজ্ঞেস করলেন, উত্তর শুনেঠিক হয়েছে বলে মহামন্ত্র দান করলেন এবং কি করে জপ করতে হয়নিজ করে জপে দেখিয়ে দিলেন।


কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পর মায়ের আদেশে তাঁকে প্রণাম করে সামনের ঘরের দাওয়ায় গিয়ে বসলাম

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

একটু পরে মা মুড়ি এনে খেতে দিয়ে বললেন, 'বাবা, এখানে ভিন্ন।


ভাল জলখাবার কিছু পাওয়া যায় না এই খাও।


আমি বললাম, কোলকাতার কথা আলাদা,

দেশে পাড়াগাঁয়ে আমরা সব তাে খাই মা


লক্ষ্য করলাম শ্রীশ্রীমা যেন পা একটু টান করে হাঁটলেন।


মনে মনে ভাবছি, মায়ের পা একটু বাকা বােধ হয়।


সঙ্গে সঙ্গে উত্তর পেলাম, বাবা,

অনেকদিন বাতে ভুগে ভুগে ঠিকভাবে চলতে পারি না।

আমি তাে অবাক! কি করে মা আমার মনের কথা বুঝলেন।

বাতের ঔষধ পাঠাতে চাইলে মা বারণ করে বললেন যে তিনি অনেক ঔষধ ব্যবহার করেও কোন উপকার পান নি।

মুড়ি খাবার কিছুক্ষণ বাদে একই দাওয়ায় বসে ভাত খেয়ে সেই বৈঠকখানায় যেয়ে একটু বিশ্রাম করার পর গ্রামের এদিক ওদিক একটু ঘুরে এলাম

মনে মনে ভাবছি যে মা তাে এত কৃপা করলেন,

দয়া করে এখন যদি তার পায়ে একটু হাত বুলিয়ে দিতে বলেন তবে কৃতার্থ হই।

সন্ধ্যার পর।

শ্রীমা তার শয়ন ঘরে পূর্বদিকে মাথা রেখে শুয়ে আমাকে ডাকালেন।

যেতেই বললেন, 'বাবা, আস্তে আস্তে একটু পা টিপে দাও তাে!

আমি তাে স্তম্ভিত! শুনেছিলাম মা অন্তর্যামী

 

বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ  তাদের স্মৃতিমালা। শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু  

শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

 তার প্রত্যক্ষ প্রমাণ একই দিনে তিনবার পেলাম

তক্তপােশের নীচে পশ্চিম দিকে বসে মায়ের পা টিপছি ;

তার অপার কৃপার কথা ভাবতে ভাবতে চক্ষে ধারা বইছে

কখনও পা টিপছি, কখনও পায়ে 

হাত বুলাচ্ছি, কখনও বা সেই পা-দুখানি নিজের মাথায় ঠেকাচ্ছি,

কেমন যেন হয়ে গেছি 

কিছু সময় বাদে মা বললেন, ‘হয়েছে, আর না

পরে মাকে বললাম, এবার আমার দেরি করার উপায় নেই ;

কালই কামারপুকুর দর্শন করে আসার ইচ্ছা'

মা বললেন, ‘বেশ, তাই হবে'

পরদিন সকালে মাকে প্রণাম করে কামারপুকুর রওনা হই।

কোলকাতা হতে মায়ের জন্য যে মিষ্টি এনেছিলাম,

তা হতে আমার হাতে কিছু দিয়ে মা বললেন,

রাঘুবীরকে দিও এবং সেখানে রাত্রিবাস কোরাে

ডােঙায় আমােদর নদ পার হয়ে হাঁটা পথে কামারপুকুর যেতে যেতে মানিক রাজার আম্রকানন দেখে মুগ্ধ হলাম।

তখন এর স্বাভাবিক দৃশ্য অতি সুন্দর ছিল।

দেখলেই চক্ষু জুড়াত।

এখানেই শ্রীশ্রীঠাকুর খেলার সঙ্গীদের সঙ্গে কতভাবে লীলাখেলা করেছেন।

এখন আর মানিকরাজার সে আম্রকানন নেই।

গাছ কেটে এখন জমি করা হয়েছে।

বিক্ষিপ্তভাবে -৪টি আমগাছ মাত্র এখনও আছে।

তারপর ভূতির খাল।

এই শ্মশানে ঠাকুর রাত্রে কত রকম সাধন-ভজন করেছেন।

এখন খালে পুল হয়েছে ; তখন ছিল না।

ভূতির খালের অনতিদূরে শ্রীশ্রীঠাকুরের বাড়ি।

বেলা আন্দাজ ৯টায় সেখানে পৌঁছেছি

পূজনীয় রামলাল দাদা, লক্ষ্মীদিদি, শিবুদা তখন দক্ষিণেশ্বরে ;

বাড়িতে থাকতেন এক বৃদ্ধা মামীমা।

তিনি মন্দিরে ভােগরাগাদির বন্দোবস্ত করতেন।

শ্রীশ্রীরঘুবীরের জন্য শ্রীশ্রীমায়ের দেওয়া মিষ্টি তার হাতে দিয়ে প্রথম রঘুবীরকে এবং পরে তাঁকে প্রণাম করলাম।

শান্ত নির্জন স্থান।

শ্রীশ্রীঠাকুরের স্মৃতি-বিজড়িত লীলা-স্থান দর্শনে মন আনন্দে আপুত হলাে


  • একটু বিশ্রাম করে তখনই ঠাকুরের জন্মস্থান (টেকিশালএখন যেখানে তার মন্দির হয়েছে),
  • তার পূর্বদিকে ছােট পুকুর যার পাড়ে ঠাকুরের নিজ হাতে রােপিত একটি আমগাছ আছে,
  • যুগীদের শিবমন্দির,
  • হালদারপুকুর
ইত্যাদি স্থান-একে একে দর্শন করতে লাগলাম

মন অনির্বচনীয় আনন্দে ভরে উঠল! ফিরে এসে স্নানাহার এবং

একটু বিশ্রাম করে ধারে কাছে কতক কতক স্থান দেখে সন্ধ্যার পূর্বেই ফিরে এলাম।  

বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ তাঁদের স্মৃতিমালা শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

রাত্রে আহারের পর মামীমা আমাকে ঠাকুরের ঘরেই রাত্রিবাস করার নির্দেশ দিলেন 

শুয়ে শুয়ে নানা লীলাখেলার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম

সকালে জয়রামবাটী ফিরে মাকে সব কথা বললাম।

সেদিন জয়রামবাটীতে থেকে পরদিন সকালে ফিরবার পালা।

শ্রীশ্রীমা ঘরের দাওয়ায় চরণযুগল মাটিতে রেখে বসে আছেন।

যাত্রাকালে মাকে প্রণাম করছি ;

এই দুদিনেই মা বড় আপনার হয়ে গিয়েছেন,

তাকে ছেড়ে আসতে মনে খুব কষ্ট হচ্ছে!

প্রণাম করার সময় মা যে আমার মাথায় করজপ করছেনতা প্রথমে বুঝি নি ; মাথা তুলতেই তার পদ্মহস্ত যখন মাথায় ঠেকল তখন বুঝলাম।

মা মধ্যে মধ্যে চিঠি দিতে বললেন, বিশেষ করে বললেন,

যা বলে দিয়েছি তা অর্থাৎ মহামন্ত্রটি কাউকে বলাে না।

তখন বিষয়বুদ্ধি খুবই কম ছিল, তাই বুঝি মা সর্তক করে দিলেন।

আমি কুলীর সঙ্গে অগ্রসর হচ্ছি,

আর মা একদৃষ্টে আমার দিকে চেয়ে আছেন! কি করুণ সে চাহনি!

ক্রমে তার দৃষ্টির বাইরে এসে পড়লাম

এর পর প্রায় আড়াই বছরের মধ্যে আর শ্রীশ্রীমায়ের দর্শন পাইনি।

চিঠিপত্রাদি তাকে লিখতাম, উত্তর পেতাম।

১৯০৯ সনে বাংলা ১৩১৬ সালের জ্যৈষ্ঠ মাসে উদ্বোধনবাড়িতে শ্রীশ্রীমা প্রথম পদার্পণ করেন।

তখন প্রায় প্রত্যহই বাড়িতে যেতাম এবং সুবিধামত দোতলায় গিয়ে মাকে প্রণাম করতাম।

Read More


কোনদিন বা নীচে থেকেই তার উদ্দেশ্যে প্রণাম করতাম

বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ  

তাঁদের স্মৃতিমালা শ্রীশ্রীমায়ের দীক্ষিত সন্তান_শ্রীনলিনীকান্ত বসু

1. esurance home-insurance-progressive-home-insurance/

2. singleton-pregnancy-signs-of-twins-in-early-pregnancy-signs-youre-having-twins/

3. cigna-life-insurance-2022-medlinepluss/

 4. top-skin-specialist-in-pune-medlinepluss-uk/

5.dpn-skin-what-is-it-causes-symptoms-treatments/

6.b-j-medical-cut-off-fees-eligibility/

 7.lord-shiva-images-rare/

8.shiv-shakti-images-lord-shiv-shakti-photo-hd/

9.shivshakti-images-with-quotes-download/

10.hair-vector-art-icons-and-graphics-for-free-download/

11.lyft-office-near-me-california-service-locations-hours/

12.how-much-does-soma-medical-center-make/

13. 100-small-quotes-that-will-inspire-you-fast/

 14.nevada-eye-physicians/

15.national-family-insurance/

16 .persona-5-quotes-from-the-megami-tensei-franchise/

17.clinic-near-me-medlinepluss-uk/

18.hair-specialist-in-pune-best-hair-loss-treatment/

19.how-to-remove-hand-tan-from-hands/

20.pimple-saudagar-pune-medlinepluss/

21.co2-pune-address-timings-phone-number-rates-menu-cafe-images/

22.skin-specialists-near-me-best-skin-doctor-in-india-medlinepluss/

23. persona-5-quotes-from-the-megami-tensei-franchise/

24. united-cares-airlines-customer-appreciation/

25.cliff-health-insurance-charleston-sc-charleston/

26.sc-health-insurance-pool-centers-must-be-adequately-funded/

27.clear-skin-cream-view-uses-side-effects/

28.chicken-pox-scars-removal-treatments-and-home-remedies/

29.what-is-the-real-name-of-sister-in-law-of-ranjit-patil/

30.pune-station-to-swargate/

31.hair-clutcher-hair-accessories-fashion-pearl-jewellery/

32.irreparable-meaning-hindi/

33.skin-city-pune-best-skin-specialist-and-dermatologist-pune/

34.byu-health-insurance/

35.beneficiary-web-enrolment/

36 .child-health-plus-ny-cuomo-special-acceptance/

37. california-family-code-employee/

38 .amerihealth-careers/

39 .americas-health-insurance-plans/

40 .apple-health-dental-dental-services-health-care-authority/

41.insure-one-agency-located-in-southfield-michigan/

42.watch-instant-family-online-free-2/

43.watch-instant-family-online-free/

44.which-of-the-following-typically-have-the-highest-auto-insurance-premiums/

45.pimple-saudagar-make-money-working-jobs-in-gurav/

46.erandwane-pune-sharda-centre-gold-chain-price/

47.dermatologist-in-pimple-saudagar/

48.best-eye-specialist-in-pune-best-ophthalmologists/

49. best-dermatologist-in-pune-offers-excellent-beard-displace-low-budget/

50. best-dermatologist-in-pune-acne-blisterhair-transplants/

51. aruna-hospital-a-patient-enacting-a-will-from-a-health-facility/

 


1. https://www.medlinepluss.uk/esurance-home-insurance-progressive-home-insurance/ 
5. https://www.medlinepluss.uk/dpn-skin-what-is-it-causes-symptoms-treatments/ 6. https://www.medlinepluss.uk/b-j-medical-cut-off-fees-eligibility/ 7. https://www.medlinepluss.uk/lord-shiva-images-rare/ 8. https://www.medlinepluss.uk/shiv-shakti-images-lord-shiv-shakti-photo-hd/ 9. https://www.medlinepluss.uk/shivshakti-images-with-quotes-download/ 10. https://www.medlinepluss.uk/hair-vector-art-icons-and-graphics-for-free-download/ 11. https://www.medlinepluss.uk/lyft-office-near-me-california-service-locations-hours/ 12. https://www.medlinepluss.uk/how-much-does-soma-medical-center-make/ 13. https://www.medlinepluss.uk/100-small-quotes-that-will-inspire-you-fast/ 14. https://www.medlinepluss.uk/nevada-eye-physicians/ 15. https://www.medlinepluss.uk/national-family-insurance/ 16. https://www.medlinepluss.uk/persona-5-quotes-from-the-megami-tensei-franchise/ 17. https://www.medlinepluss.uk/clinic-near-me-medlinepluss-uk/ 18. https://www.medlinepluss.uk/hair-specialist-in-pune-best-hair-loss-treatment/ 19. https://www.medlinepluss.uk/how-to-remove-hand-tan-from-hands/ 20. https://www.medlinepluss.uk/pimple-saudagar-pune-medlinepluss/ 21. https://www.medlinepluss.uk/co2-pune-address-timings-phone-number-rates-menu-cafe-images/ 22. https://www.medlinepluss.uk/skin-specialists-near-me-best-skin-doctor-in-india-medlinepluss/ 23. https://www.medlinepluss.uk/persona-5-quotes-from-the-megami-tensei-franchise/ 24. https://www.medlinepluss.uk/united-cares-airlines-customer-appreciation/ 25. https://www.medlinepluss.uk/cliff-health-insurance-charleston-sc-charleston/ 26. https://www.medlinepluss.uk/sc-health-insurance-pool-centers-must-be-adequately-funded/ 27. https://www.medlinepluss.uk/clear-skin-cream-view-uses-side-effects/ 28. https://www.medlinepluss.uk/chicken-pox-scars-removal-treatments-and-home-remedies/ 29. https://www.medlinepluss.uk/what-is-the-real-name-of-sister-in-law-of-ranjit-patil/ 30. https://www.medlinepluss.uk/pune-station-to-swargate/ 31. https://www.medlinepluss.uk/hair-clutcher-hair-accessories-fashion-pearl-jewellery/ 32. https://www.medlinepluss.uk/irreparable-meaning-hindi/ 33. https://www.medlinepluss.uk/skin-city-pune-best-skin-specialist-and-dermatologist-pune/ 34. https://www.medlinepluss.uk/byu-health-insurance/ 35. https://www.medlinepluss.uk/beneficiary-web-enrolment/ 36. https://www.medlinepluss.uk/child-health-plus-ny-cuomo-special-acceptance/ 37. https://www.medlinepluss.uk/california-family-code-employee/ 38. https://www.medlinepluss.uk/amerihealth-careers/ 39. https://www.medlinepluss.uk/americas-health-insurance-plans/ 40. https://www.medlinepluss.uk/apple-health-dental-dental-services-health-care-authority/ 41. https://www.medlinepluss.uk/insure-one-agency-located-in-southfield-michigan/ 42. https://www.medlinepluss.uk/watch-instant-family-online-free-2/ 43. https://www.medlinepluss.uk/watch-instant-family-online-free/ 44. https://www.medlinepluss.uk/which-of-the-following-typically-have-the-highest-auto-insurance-premiums/ 45. https://www.medlinepluss.uk/pimple-saudagar-make-money-working-jobs-in-gurav/ 46. https://www.medlinepluss.uk/erandwane-pune-sharda-centre-gold-chain-price/ 47. https://www.medlinepluss.uk/dermatologist-in-pimple-saudagar/ 48. https://www.medlinepluss.uk/best-eye-specialist-in-pune-best-ophthalmologists/ 

No comments

Powered by Blogger.