অবশেষে শেষের দিন আগত। সেই দিনের সংক্ষিপ্ত অথচ প্রাণস্পর্শী বিবরণ
অবশেষে শেষের দিন আগত।স্বামী অদ্বৈতানন্দ
সেই দিনের একটি সংক্ষিপ্ত অথচ প্রাণস্পর্শী বিবরণ
অবশেষে শেষের দিন আগত।
সেই দিনের একটি সংক্ষিপ্ত অথচ প্রাণস্পর্শী বিবরণ স্বামী প্রেমানন্দ মহারাজের একখানি পত্রে আছে—
“২৮ ডিসেম্বর (১৯০৯) মঙ্গলবার বেলা ৪টা-৩০ ঘটিকার সময় গোপাল-দাদা স্বধামে গমন করেছেন।"
সামান্য জ্বর হয়েছিল মাত্র।
কেহ ঠাওরাইতে পারে নাই যে, এত শীঘ্র তিনি দেহরক্ষা করিবেন।
শেষসময়ের মুখকান্তি অতি সুন্দর! শ্রীশ্রীপ্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য।
সে সময়ে মতি-ডাক্তার উপস্থিত ছিল।
লেবু-দুধ খেলেন।
"মতিবাবুকে নমস্কার করে হাসিতে হাসিতে দেহত্যাগ!”
একাশী বৎসর বয়সে ইহলোক পরিত্যাগ করিয়া স্বামী অদ্বৈতানন্দ(বুড়োগোপালদা) মহারাজ বাঞ্ছিতধামে চলিয়া গেলেন; কিন্তু পশ্চাতে রাখিয়া গেলেন পরবর্তী সন্ন্যাসিসঙ্ঘের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন।
https://www.youtube.com/shorts/n2fHArhs42w
No comments