Teachers Day Poem শিক্ষক দিবস উপলক্ষে কবিতা - Spirituality Religion

Header Ads

Teachers Day Poem শিক্ষক দিবস উপলক্ষে কবিতা

 Teachers day poem শিক্ষক দিবস উপলক্ষে কবিতা,

Teachers day poem,শিক্ষক দিবস উপলক্ষে কবিতা,
Teachers day poem 
 রামকৃষ্ণ মিশন মালদা।

 শিক্ষক দিবস উপলক্ষে কবিতা।

 রামকৃষ্ণ মিশন মালদহ বিবেকানন্দ বিদ্যামন্দির হস্টেল।

Teachers Day Poem ,শিক্ষক দিবস উপলক্ষে কবিতা
Teachers Day Poem ,শিক্ষক দিবস উপলক্ষে কবিতা



 গুরুস্তুতি

 ( শিক্ষক দিবস উপলক্ষ্যে রচিত। )

 গুরুদেব ! ছাত্রদের লহ নমস্কার, 

যুগস্তম্ভ, সৃষ্টিকৰ্ত্তা আদি-সভ্যতার।

 সৃষ্টির আদিম যুগে অন্ধ নর যবে, 

দিশাহারা পথ ভ্রান্ত অজ্ঞানান্ধকারে ; 

জ্বালিয়া জ্ঞানের দীপ তুমিই প্রথম, 

দেখালে তাহারে পথ অঙ্গুলি সঙ্কেতে।

 আত্মার আত্মীয় ভাবি আদর যত্নেতে।

 রচিল বস্তুর নাম শিখাইল নরে 

ইঙ্গিত অক্ষরে রচি ধরিতে অন্তরে।

 ধরা দিল বেদ বাণী তোমারই কৃপায়, 

বৃক্ষপত্রে গ্রন্থমাঝে শিলা-লিপিকায়।

 শিখাইলে “মাতা, পিতা, আচার্য্য অতিথি, 

হউক দেবতা তব, দান কর সার, 

দুর্জনের সঙ্গ ছাড়ি সদা সর্বক্ষণ সাধু সঙ্গে বিচরণ কর অনিবার”।

 তুমিই বাল্মীকি ব্যাস মুনি সান্দীপনী বুদ্ধ খৃষ্ট শঙ্কর চৈত্যন চূড়ামণি, কালিদাস ভবভূতি রুচি কবি গাগী মৈত্রেয়ী লোপামুদ্রা নারীকুল রবি।

 কৃত্তিবাস কাশীদাস শ্রীমধু বঙ্কিম মাধব শ্রীধরাচাৰ্য্য ভূদেব নবীন।

 মহম্মদ শ্রীনানক কবির আবুল হাফেজ জসীম কবি কাজি নজরুল।

 বিদ্যার সাগর আর বঙ্গের ভাস্কর রামমোহন রামকৃষ্ণ বিজু বীরেশ্বর।

 শরৎ প্রভাত বিভূ শ্রীতারাশঙ্কর গাঁথিল কথার মালা যারা মনোহর।

 আইনষ্টাইন্‌ শেলী সেক্সপীয়র কিটস প্রফুল্ল মেঘনাদ জ্ঞান গুরু জগদীশ।

 খোরানা রমণ গোর্কি কুরি নিকোলাই এঁদের মাঝেতে তোমায় দেখিবারে পাই । 

তোমারেই দেখি কভু রাজসিংহাসনে,

 কভু দেখি বৃক্ষ তলে কুশের আসনে।

নদীতে কাঠের পানসি সমুদ্রে জাহাজ দু'জনের, 

ভিন্ন বাস কিন্তু একই কাজ । 

তোমারই কৃপায় আজ মানব দেবতা ; 

জলে স্থলে অন্তরীক্ষে তাহার প্রগতি, 

তাই চাহি নতশিরে মোরা আশীর্ব্বাদ 

ও চরণে অনিবার থাকে যেন মতি।

video : https://youtu.be/8ijs_RRhfJ4 


No comments

Powered by Blogger.