মানবজন্ম, দুঃখ ও জগতের স্বরূপ - Spirituality Religion

Header Ads

মানবজন্ম, দুঃখ ও জগতের স্বরূপ

মানবজন্ম, দুঃখ ও জগতের স্বরূপ


' মানুষ কি চায় ? - আনন্দ।  

আনন্দ পাবার জন্য কত দৌড়াদৌড়ি করে, 

কত মতলব করে, কত চেষ্টা করে ; তবু পায় কি ?

 আনন্দ পাবে বলে নানারকম চেষ্টা ও মতলব করে একটা কিছু করলে - 

সেখানে ধাক্কা  খেয়ে আবার একটা মতলব করে। 

এই রকম  করে সারাজীবন কেটে যায়।

 আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না ।

 সারা জীবন কুলির মতো বাজে খেটে, নানারকম দুঃখ

কষ্ট পেয়ে এ সংসার থেকে চলে যায়। ' 

- ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা ৯০-৯১

'খেলা তো অনেকবার হয়েছে - এবার খেলা ফেলে মাকে ডাকো।

 দেখনা, যে- ছেলেটা খেলা ভালোবাসে, 

মা তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, 

আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না খেলতেও চায় না, 

মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন, কোলে করে বেড়ান।

 মার কোলে থাকা কত মজা, কত আনন্দ!

 যে মার কোলে থাকে, সেই তা জানে। 

যে -ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে, 

সে মার কাছে থেকে শুধু খেলনাই পায়।

 খেলনা কিন্তু  নানা অনর্থের সৃষ্টি করে।

 কখন  হয়তো হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, 

কখন ও বা ঐ নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হল

 - সে হয়তো দুটো চড় বসিয়ে দিলে, 

এই রকমে  নানা দুঃখ -কষ্ট পেতে হয়।

 যে ছেলেটা মার কোলে থাকে, তার এসব ভাবনা থাকে না।

 সে জানে, আমার যখন যা দরকার মা-ই সব দেবেন'।

 ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা থেকে ৭০-৭১

মানবজন্ম, দুঃখ ও জগতের স্বরূপ


ঠাকুর বেশ বলতেন, উট কাটা - ঘাস ছেড়ে ভাল ঘাস পেলেও খাবে না।

 জানে, কাটা -  ঘাস খেলে মুখ কেটে রক্ত পড়বে, তবুও তা- ই খাবে।

 সৎসংস্কার, সৎস্বভাব,সদিচ্ছার Culture এর ( অনুশীলনের)

 অভাবেই মানুষের এই অবস্থা। 'ধর্ম প্রসঙ্গে পৃষ্ঠা ৯১




No comments

Powered by Blogger.