জয়রামবাটিতে শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী জিজ্ঞাসা করছেন শ্রীশ্রীমাকে কি করে ভগবান লাভ হয় ? পূজা, জপ, ধ্যান - এসবে হয় ?'
' কি করে ভগবান লাভ হয় ? পূজা, জপ, ধ্যান - এসবে হয় ?
... জয়রামবাটিতে শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী জিজ্ঞাসা করছেন
শ্রীশ্রীমাকে - ' কি করে ভগবান লাভ হয় ? পূজা, জপ, ধ্যান - এসবে হয় ?'
মা বলছেন - ' কিছুতেই না' মা প্রতিবারই বলছেন - ' কিছুতেই নয়|'
সন্তান জিজ্ঞাসা করছেন শেষে, তবে কিসে হয় ?
সাক্ষাৎ মহামায়া উত্তর দিচ্ছেন - শুধু তাঁর কৃপাতে হয়
তবে জপ, ধ্যান-জপ করতে হয় |
তাতে মনের ময়লা কাটে পূজা, জপ, ধ্যান - এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় |
তেমনি ভগবৎতত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় |
নির্বাসনা যদি হতে পার, এক্ষুনি হয় |
১২ই জৈষ্ঠ, ১৩১৮ তারিখে জয়রামবাটিতে শ্রীশ্রীমা নির্বাসনা প্রসঙ্গে বলছেন - ' বাসনা হতেই তো দেহ |
একটু বাসনা না থাকলে দেহ থাকে না |
একেবারে নির্বাসনা হলো তো ফুরাল '| জনৈক ভক্ত পরে জিজ্ঞাসা করছেন - ' সবাই কি নির্বাসনা হতে পারে ?'
সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়া নিজেই উত্তর দিচ্ছেন - ' তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত |
পারে না বলেই তো সৃষ্টি চলছে - পুন: পুন: জন্মাচ্ছে|
' একটু পরে আবার বলছেন ' বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু নয় |
বাসনা না ফুরালে শেষ জন্ম হলেই বা কি হবে ?
' বাসনা প্রসঙ্গে সতর্কবাণী উচ্চারণ করছেন - মানুষের আর কতটুকু বুদ্ধি ? কি চাইতে কি চাইবে |
শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভাল | তিনি যখন যেমন দরকার, তেমন দিবেন |
তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় - এ কামনা কামনার মধ্যে নয় |
শরণাগতির প্রসঙ্গে মা বলছেন -
- যে তাঁর শরণাগত,
- যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে,
- যে ভাল হতে চায়,
- তাকে তিনি যদি রক্ষা না করেন,
- সে তো তারই মহাপাপ |
যে ঠাকুরের শরণাগত হয়, তাঁর ব্রহ্মশাপেও কিছু হয়না।...
(শ্রীশ্রীমায়ের কথা, অখন্ড, উদ্বোধন)
No comments