লক্ষ্মীমণির জীবনের একটি ঘটনা -------- - Spirituality Religion

Header Ads

লক্ষ্মীমণির জীবনের একটি ঘটনা --------

উফ্! কী দর্শন! -------------------------

             ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীমণি দেবী শ্রীশ্রীমাকে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ও গুরুপত্নীরূপে বিশেষ শ্রদ্ধা ও ভক্তি করতেন। 
তাঁদের তিনি অভিন্ন জ্ঞান করতেন।
   
লক্ষ্মীমণির জীবনের একটি ঘটনা
          
 লক্ষ্মীমণির জীবনের একটি ঘটনা --------
    
              'অসীমের মা' নামে এক ভক্তমহিলা দক্ষিণেশ্বরে আসতেন শ্রীরামকৃষ্ণের কথা শুনতে। 
তাঁর দৃঢ় বিশ্বাস ছিল ----- শ্রীরামকৃষ্ণ স্বয়ং বিশ্বনাথ। 

একদিন নহবতে অসীমের মায়ের সঙ্গে লক্ষ্মীমণি কথা বলছেন। 

এমন সময় বেলতলায় যাওয়ার সময় ঠাকুর ডাক দিলেন, " ওগো, তোমরা অত কি কথা বলছ ? এসো, আমরা বেলতলায় গিয়ে বসি, সেখানে কথা হবে। 

"  অসীমের মা ও লক্ষ্মীমণি ঠাকুরকে অনুসরণ করলেন। 

সঙ্গে দুজন গঙ্গাস্নানার্থিনী। তাঁরা বেলতলায় গিয়ে দেখেন এক অবাক কাণ্ড !
                শ্রীরামকৃষ্ণ শিবের মতো যোগাসনে বসে আছেন ------- তাঁর বাম উরুতে বসে শ্রীশ্রীমা হাসছেন।

                 লক্ষ্মীমণি ভাবলেন, একি ! এইমাত্র খুড়িমাকে দেখে এলাম নহবতে।

 এখানে এলেন কী করে ? দৌড়ে লক্ষ্মীমণি গেলেন নহবতে। 

দেখেন, তাঁর খুড়িমা রান্নার আয়োজন করছেন, পরনে ঠিক সেরকম শাড়ি।

 তাঁকে কিছু না বলে দৌড়ে এলেন বেলতলায়। 

পুনরায় দেখলেন সেই দৃশ্য।
                    শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। অসীমের মা গদগদ। লক্ষ্মীমণি ও অন্যান্যেরা ইষ্টমন্ত্র জপে মগ্ন। 

ভাবাবেশের রেশ কাটল। ঠাকুর চলে গেলেন নিজের ঘরে। 

লক্ষ্মীমণি এলেন নহবতে শ্রীশ্রীমায়ের কাছে। 

শ্রীমায়ের শ্রীচরণে প্রণাম করে বললেন, "খুড়ীমা, তুমি তো সামান্য মেয়ে নও ! এজন্যেই খুড়োমশাই বলেন, আমি কি আর লাউশাক-খাকী, পুঁইশাক-খাকীকে বে করেছি ?"
                               --------- স্বামী বিমলাত্মানন্দ।
           জয়     ঠাকুর     
           জয়      শ্রীমা      

No comments

Powered by Blogger.