শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত - প্রথম খণ্ড - পৃষ্ঠা ৯৮
শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত - প্রথম খণ্ড
Sri
Ramakrishna
|
মন নিয়ে কথা। মনেতে বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে, সেই রঙে ছুপবে। যেমন ধোপাঘরের কাপড়। দেখো না, যদি একটু ইংরাজী পড়, তা অমনি মুখে ইংরাজী কথা এসে পড়ে। ফুট ফাট, ইট মিট (সকলের হাস্য)।
আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শোলোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখ, তো ঐরকম কথাবার্তা, চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখ, ঈশ্বরচিন্তা, হরি কথা, এইসব হবে। - শ্রীরামকৃষ্ণ
আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শোলোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখ, তো ঐরকম কথাবার্তা, চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখ, ঈশ্বরচিন্তা, হরি কথা, এইসব হবে। - শ্রীরামকৃষ্ণ
শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত - প্রথম খণ্ড - পৃষ্ঠা ৯৮
No comments