সত্যনিষ্ঠ প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ - Spirituality Religion

Header Ads

সত্যনিষ্ঠ প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ

|| সত্যনিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ||

          
সত্যনিষ্ঠ প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ

স্বামী ব্রহ্মানন্দ বলছেন,
 " ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল ! খেতে বসেও যদি বলে ফেলতেন 'খাব না', তবে আর খাওয়া হতো না।

একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সেকথা ভুলে গেছেন, আমিও আর কিছু বলিনি।

 রাত্রে খাওয়ার পর মনে পড়েছে। 

তখন অনেক রাত্রি, কিন্তু যেতেই হবে। 

আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম  গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমুচ্ছে। 

তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে পা গলিয়ে দিয়ে এলেন।"
              
আরেকদিন প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণর সত্যনিষ্ঠার পরিচয় পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন স্বামী যোগানন্দ।

দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণের পা ফুলতে থাকলে কবিরাজ মহেন্দ্রনাথ পাল বিধান দিয়েছিলেন  লেবু খেতে হবে।

যোগীন মহারাজ শোনার পর থেকে প্রত্যহ দুটি করে টাটকা লেবু এনে শ্রীরামকৃষ্ণকে দিতে লাগলেন।

 শ্রীরামকৃষ্ণও দিব্যি খাচ্ছিলেন ঐ লেবুর রস।

কিন্তু একদিন আর লেবুর রস তিনি খেতে পারলেন না। 

এতে মহা আশ্চর্য হয়ে যোগীন মহারাজ অনুসন্ধান করে জানতে পারলেন, 
যে বাগান থেকে তিনি আনতেন,
সেই বাগানটি সেদিন থেকে অন্য একজনকে জমা দেওয়া হয়েছে।

সুতরাং নতুন মালিকের অজ্ঞাতসারে লেবু দুটি আনা হয়েছিল বলে ওগুলি আর সাধুভোজনে লাগল না।

[[[এই হলেন প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ]]]
----স্বামী ব্রহ্মানন্দ,
ভক্তমালিকা হইতে
   জয়  ঠাকুর
সত্যনিষ্ঠ প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ

No comments

Powered by Blogger.