ঈশ্বর : অস্তিত্বও ধারণা - Spirituality Religion

Header Ads

ঈশ্বর : অস্তিত্বও ধারণা


' নর শরীরে ভগবান এর বিশেষ প্রকাশ। 
এটি বুঝবার ও ধারণা করার চেষ্টা করো।' 
- ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা ৬৮

'ঈশ্বরের খুব ভক্তি করবে। ঈশ্বর আছেন।
 ঈশ্বর নেই কখনো মনে করো না। 
আমি বলছি, ঈশ্বর আছেন, নিশ্চয় আছেন জেনো। 
আজ লেগে যাও, বুঝলে? 
দেরি করে আর কাজ নেই।'
 - ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা ৭৫

' মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন, তা তিনিই জানেন ।
 আমরা কিন্তু জানি, ভগবানের ভাবকে "ইতি " করতে নেই। 
তিনি অনন্তভাবময়।,  - ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাতা ৪১

' কেউ কেউ নিত্য আর নীলা এই দুটোই দেখেন।
....  রাসলীলা যখন হচ্ছিল তখন এক সখী আর এক সখীকে বলছিল, " সখি, বেদান্তসিদ্ধান্তো নৃত্যতি।
 ' বেদান্তসিদ্ধান্ত কিনা সেই পরমব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ। 
এখানে নিত্য আর লীলা এক।
' ব্রহ্মানন্দ লীলাকথা, পৃষ্ঠা ১৯৫

" অণোরণীয়ান  মহতো মহীয়ান "
 _ তিনি পরমাণুর চেয়ে ক্ষুদ্র,  আবার এই সোলার সিস্টেমের (সৌরজগতের) চেয়েও বড়। 

তিনি সর্বত্র বিরাজমান, এটা জানতে হবে।

  •  তিনি আপনার ভেতরে ও আছেন, 
  • আমার ভেতরেও আছেন, 
  • আবার জীবজন্তু, 
  • উদ্ভিদ সকলের ভিতরে ও আছেন। 

তবে কোথাও তাঁর বেশি প্রকাশ, 
কোথাও কম প্রকাশ; 
 কিন্তু সেই এক পরমাত্মাই সর্বত্র রয়েছেন।'
 -  ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 119

No comments

Powered by Blogger.