প্রশ্নঃ- জ্যোতিষীরা বলে সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে । একি সত্য ?
|
Swami
Shivananda
|
Sri Sarada Devi |
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
প্রশ্নঃ ভগবান হয়েও গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণের লাগল কেন ?
উত্তরঃ শ্রীকৃষ্ণ যে নরদেহ ধারণ করে এসেছেন । এজন্য তাঁকে সাধারণ মানুষের মতো সুখ-দুঃখ সবই ভোগ করতে হবে ।
উত্তরঃ শ্রীকৃষ্ণ যে নরদেহ ধারণ করে এসেছেন । এজন্য তাঁকে সাধারণ মানুষের মতো সুখ-দুঃখ সবই ভোগ করতে হবে ।
প্রশ্নঃ 'সাধুকে দিনে দেখবে , রাত্রে দেখবে '----- এ রকম বলা হয় কেন ?
উত্তরঃ সব সময় সাধুকে দেখবে । বিচার করতে বলছেন । দুষ্টলোকও সাধুর বেশে আসতে পারে ; রাবণ যেমন সাধুর বেশে সীতাহরণ করেছিল । মানুষের মনে ভগবৎ ভাবের উদ্দীপন হয় যাঁর সান্নিধ্যে তিনিই সাধু ।
ভগবান যেমন পবিত্র , সেই পবিত্র ভগবানের কথা ভাবতে ভাবতে ভক্তও ঠিক সে রকম পবিত্র হয়ে যায় ।
উত্তরঃ সব সময় সাধুকে দেখবে । বিচার করতে বলছেন । দুষ্টলোকও সাধুর বেশে আসতে পারে ; রাবণ যেমন সাধুর বেশে সীতাহরণ করেছিল । মানুষের মনে ভগবৎ ভাবের উদ্দীপন হয় যাঁর সান্নিধ্যে তিনিই সাধু ।
ভগবান যেমন পবিত্র , সেই পবিত্র ভগবানের কথা ভাবতে ভাবতে ভক্তও ঠিক সে রকম পবিত্র হয়ে যায় ।
প্রশ্নঃ জ্যোতিষীরা বলে সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে । একি সত্য ?
উত্তরঃ কেউ বলে না । জ্যোতিষীদের মধ্যে কেউ কেউ করে খাবে বলে অনেক সময় হেঁয়ালী করে বলে ; এদিকেও লাগতে পারে , ওদিকেও লাগতে পারে । যেমন বলা হচ্ছে---- যজ্ঞ কর অমর হবে । অমর কি হয় ? ভগবানের দৃষ্টিতে দেখলে সবই pre-destined , বা পূর্বনির্ধারিত । তোমরা তো সেই দৃষ্টিতে দেখছ না , সব সময় চেষ্টা করছ এই করে এই ফল হবে । কর্ম সম্বন্ধে তোমাদের একটি সতন্ত্রতার ধারণা আছে ।
উত্তরঃ কেউ বলে না । জ্যোতিষীদের মধ্যে কেউ কেউ করে খাবে বলে অনেক সময় হেঁয়ালী করে বলে ; এদিকেও লাগতে পারে , ওদিকেও লাগতে পারে । যেমন বলা হচ্ছে---- যজ্ঞ কর অমর হবে । অমর কি হয় ? ভগবানের দৃষ্টিতে দেখলে সবই pre-destined , বা পূর্বনির্ধারিত । তোমরা তো সেই দৃষ্টিতে দেখছ না , সব সময় চেষ্টা করছ এই করে এই ফল হবে । কর্ম সম্বন্ধে তোমাদের একটি সতন্ত্রতার ধারণা আছে ।
অমৃতকথা
স্বামী ভূতেশানন্দ
No comments