প্রশ্নঃ- জ্যোতিষীরা বলে সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে । একি সত্য ? - Spirituality Religion

Header Ads

প্রশ্নঃ- জ্যোতিষীরা বলে সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে । একি সত্য ?

Sri Sarada Devi


Swami Shivananda

Swami Shivananda
Sri Sarada Devi
   Sri Sarada Devi 

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA

Swami Vivekananda

Swami Vivekananda


     প্রশ্নঃ   ভগবান হয়েও গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণের লাগল কেন ?
       উত্তরঃ   শ্রীকৃষ্ণ যে নরদেহ ধারণ করে এসেছেন । এজন্য তাঁকে সাধারণ মানুষের মতো সুখ-দুঃখ সব‌ই ভোগ করতে হবে ।
      প্রশ্নঃ     'সাধুকে দিনে দেখবে , রাত্রে দেখবে '----- এ রকম বলা হয় কেন ?
      উত্তরঃ    সব সময় সাধুকে দেখবে । বিচার করতে বলছেন । দুষ্টলোক‌ও সাধুর বেশে আসতে পারে ; রাবণ যেমন সাধুর বেশে সীতাহরণ করেছিল । মানুষের মনে ভগবৎ ভাবের উদ্দীপন হয় যাঁর সান্নিধ্যে তিনিই সাধু ।
ভগবান যেমন পবিত্র , সেই পবিত্র ভগবানের কথা ভাবতে ভাবতে ভক্ত‌ও ঠিক সে রকম পবিত্র হয়ে যায় ।
       প্রশ্নঃ    জ্যোতিষীরা বলে সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে । একি সত্য ?
         উত্তরঃ   কেউ বলে না । জ্যোতিষীদের মধ্যে কেউ কেউ করে খাবে বলে অনেক সময় হেঁয়ালী করে বলে ; এদিকেও লাগতে পারে , ওদিকেও লাগতে পারে । যেমন বলা হচ্ছে---- যজ্ঞ কর অমর হবে । অমর কি হয় ? ভগবানের দৃষ্টিতে দেখলে সব‌ই  pre-destined , বা পূর্বনির্ধারিত । তোমরা তো সেই দৃষ্টিতে দেখছ না , সব সময় চেষ্টা করছ এই করে এই ফল হবে । কর্ম সম্বন্ধে তোমাদের একটি সতন্ত্রতার ধারণা আছে ।
 অমৃতকথা
স্বামী ভূতেশানন্দ

No comments

Powered by Blogger.