ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হত।
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
আমরা মনশ্চক্ষে দেখতে পারি, ঠাকুর কালীমন্দিরে কোশাকুশি নিয়ে পূজো করছেন । নিজ হাতে মালা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন । সন্ধ্যায় আরতি দৃষ্টে মনে করতে পারি, ঠাকুর পঞ্চপ্রদীপ , পানিশঙ্খ , বস্ত্র , ফুল , ও চামর ঘুরিয়ে মায়ের সন্ধ্যারতি করছেন । ভবতারিণীর নাকের কাছে তুলো ধরে দেখছেন তাঁর শ্বাস-প্রশ্বাস ক্রিয়া । ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেওয়ালে ঝোলানো খড়্গ নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছেন । মায়ের মন্দিরে মামলা চিন্তায় রত রাসমণিকে হাত দিয়ে চাপড় মারছেন । আমরা জপ করতে বসে মনে অস্থিরতা দেখে ভাবি --- উঃ , ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হত।
ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ _স্বামী চেতনানন্দ
No comments