ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হত। - Spirituality Religion

Header Ads

ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হত।

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna



     

    আমরা মনশ্চক্ষে দেখতে পারি, ঠাকুর কালীমন্দিরে কোশাকুশি নিয়ে পূজো করছেন । নিজ হাতে মালা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন । সন্ধ্যায় আরতি দৃষ্টে মনে করতে পারি, ঠাকুর পঞ্চপ্রদীপ , পানিশঙ্খ , বস্ত্র , ফুল , ও চামর ঘুরিয়ে মায়ের সন্ধ্যারতি করছেন । ভবতারিণীর নাকের কাছে তুলো ধরে দেখছেন তাঁর শ্বাস-প্রশ্বাস ক্রিয়া । ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেওয়ালে ঝোলানো খড়্গ নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছেন । মায়ের মন্দিরে মামলা চিন্তায় রত রাসমণিকে হাত দিয়ে চাপড় মারছেন । আমরা জপ করতে বসে মনে অস্থিরতা দেখে ভাবি --- উঃ , ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হত।

ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ _স্বামী চেতনানন্দ

No comments

Powered by Blogger.