প্রশ্নঃ- ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণের কোন্ প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল মহারাজ ? - Spirituality Religion

Header Ads

প্রশ্নঃ- ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণের কোন্ প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল মহারাজ ?


Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna,ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণের কোন্ প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল মহারাজ ?

Sri Ramakrishna
ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণের কোন্ প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল মহারাজ ?

Sri Ramakrishna

উত্তরঃ- শ্রীকৃষ্ণ বলেছিলেন , কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না ।
 অর্জুনের সারথি তিনি ।
ভীষ্ম যুদ্ধে এমন সব অস্ত্র ছাড়ছেন যে অর্জুন ক্ষত- বিক্ষত হয়ে যাচ্ছে , রথের ঘোড়া আঘাত পাচ্ছে , রথের চাকা খুলে যাচ্ছে , শ্রীকৃষ্ণ পর্যন্ত আহত হচ্ছেন ।
 অর্জুন কিছুতেই সামলাতে পারছেন না । 
ভক্তের এমন প্রতাপ যে , ভগবানের দিকে ধাবিত হয় , কে বড় বীর ! বাণের পর বাণ মেরে অর্জুনকে ভীষ্ম এমনভাবে নাজেহাল করতে লাগলেন যে , শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না ।
 ' যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না '----- এই প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা হাতে তুলে নিলেন ভীষ্মকে মারবার জন্য । 
আমার ঘরে এমন একটি ছবি আছে , খুব সুন্দর সেই ছবি । 
----খুব রেগে গিয়ে শ্রীকৃষ্ণ রথের একটি চাকা নিয় ভীষ্মকে মারতে আসছেন , আর দু-হাত দুদিকে প্রসারিত করে বুক পেতে ভীষ্ম দাঁড়িয়ে আছেন ।
ভীষ্ম কত বড় বীর ! কত বড় ভক্ত তিনি !! ছবিটির দিকে আমি তাকিয়ে থাকি ।
 বড় ভালো লাগে ছবিটি আমার ।

No comments

Powered by Blogger.