-----ওখানে কতদিন ছিলেন ? - Spirituality Religion

Header Ads

-----ওখানে কতদিন ছিলেন ?

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna
-----ওখানে কতদিন ছিলেন ?
মহারাজঃ- দেড় বছর । ভাল মেধাবী ছাত্র কিনা , দেড় বছরেই পাঠ সমাপ্ত । সমাপ্ত মানে কী , স্টাডি সার্কেল একেবারে উঠেই গেল । সেখানে প্রধান কাজ হল ---- ভি , সুব্রক্ষ্মণ্য আয়ার --- আমরা তাঁকে Uncle বলতাম । তাঁর কাছে গিয়ে Philosophy শোনা । তাঁর Philosophy -র basis হল মান্ডুক্যকারিকা । তিনি সংস্কৃত তেমন জানতেন না বলে আমার উপর ভার পড়ল , মান্ডুক্যের শ্লোক ইংরেজিতে অনুবাদ করে দেওয়া । তারপর discussion হবে । Discussion - এর সময় তাঁর সাথে আমার মতদ্বৈধ হতো । তিনি শঙ্করে্য নাম করে 'কুম্ভকর্ণ দর্শনম ' চালাতেন । কুম্ভকর্ণের যেমন ঘুমিয়ে থাকাই জীবনের উদ্দেশ্য --- সেই রকম uncle বলতেন, সুষূপ্তি আর সমাধিতে কোন তফাৎ নেই । সুষুপ্তিতে মনের লয় হয় , সমাধিতেও মনের লয় হয় । সুতরাং কোন তফাৎ নেই ।আমি তার প্রতিবাদ করতাম । কিন্তু সে-প্রতিবাদে কোন কাজ হত না । তিনি এত দৃঢ়প্রতিষ্ঠ আপনার সিদ্ধান্তে যে , আর তাঁকে নাড়ানো যেত না । আমাদের‌ও তেমনি নড়াতে পারতেন না ।

No comments

Powered by Blogger.