প্রশ্ন :— স্বামীজী যেমন বিরজানন্দজীকে বলছেন : “তুই যদি নিজের মুক্তি চাস তাে জাহান্নামে যাবি
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
|
মহারাজ
:
তার
কারণ কী?
তার
কারণ হচ্ছে,
মানুষের
ঐদিকেই ঝোঁক বেশি।
যদিও মুক্তি মানে চোখ বুজে
বসে থাকা নয়।
প্রশ্ন :—কিন্তু মহারাজ,
যখন
জগদ্ধিতের জন্য আমরা কাজ করছি,
সেটাকে
যদি আমাদের সাধন হিসাবে গ্রহণ
না করি,
তাহলে
কীভাবে—কী দৃষ্টিতে কাজ করব?
মহারাজ
:
সাধন
হিসাবে গ্রহণ না করলে তার
উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে।
প্রশ্ন :—তাহলে
উদ্দেশ্য তাে আবার মুক্তিই
এসে যাচ্ছে।
মহারাজ :
সে
তাে বলল বন্ধে যদি সচেতনতা
না থাকে তাহলে মুক্তি
আসবে না।
প্রশ্ন :—একটা
আধ্যাত্মিকভাব নিয়ে যখনি
আমরা কাজ করছি তখনি তাে মুক্তির
প্রশ্নটা এসে যাচ্ছে।
মহারাজ
:
মুক্তি
আসবে। তবে,
কেবল
আমাদের মুক্তিই যথেষ্ট নয়,
জগতের
কল্যাণ—এসম্বন্ধেও আমাদের
সচেতন থাকতে হবে। স্বামীজী
এই কথাই বলেছেন।
প্রশ্ন :—মহারাজ,
এরকম
যদি বলি—আমার মুক্তি ও অন্যদের
মুক্তির চেষ্টা। তাহলে কি
একটাই উদ্দেশ্য হয় না?
মহারাজ
:
তা
নয়।
No comments