কীভাবে সত্য ও ত্যাগের প্রতিষ্ঠা করা সম্ভব? - Spirituality Religion

Header Ads

কীভাবে সত্য ও ত্যাগের প্রতিষ্ঠা করা সম্ভব?

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna


গৌণ। এই গৌণ বিষয়গুলি মানুষকে ধর্মীয় পথে সাহায্য করে মাত্র। আর ঈশ্বর বলতে স্বামীজী বলেছেন সেই এক অখণ্ড সত্তা বা চৈতন্যশক্তির বিভিন্নরূপের প্রকাশ—বিষ্ণু, শিব, কালী, দুর্গা, জগদ্ধাত্রী প্রমুখ দেবদেবীরা। এই ঈশ্বরের আরাধনা করেই মানুষ ধর্মীয় পথের উন্নতি করবে, মানুষের দেবত্ব প্রকাশিত হবে। এজন্য স্বামীজী ধর্ম এবং ঈশ্বরকে কোনওদিন বাদ দেননি। তিনি যা বলেছেন, তা এখনও সারা পৃথিবীতে চলছে।
ভারতীয় আদর্শসমূহের মধ্যে সত্য ও ত্যাগকে স্বামী বিবেকানন্দ সর্বোচ্চ আসন দিয়েছিলেন। রাজনীতিজর্জরিত এই দেশে আজ সবচেয়ে অভাব এই দুটি আদর্শের। কীভাবে সত্য ও ত্যাগের প্রতিষ্ঠা করা সম্ভব?

সত্য ও ত্যাগই হল ভারতীয় আদর্শের চিরন্তন ভিত্তিভূমি। স্বামীজী তাে বলেছেন, সত্যের জন্য সব কিছু ছাড়া যায়। সত্যের কাছে সমাজ মাথা নােয়াবে, সত্য তা করবে না। তা না হলে আদশ

No comments

Powered by Blogger.