খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায় II Khandana Bhava Bandhana || Arati song of Sri Ramakrishna
In the original Bengali
খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়। নিরঞ্জন নর-রূপ-ধর নির্গুণ গুণময়॥
মোচন অঘদূষণ জগভূষণ চিদ্ঘনকায়।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণেমোহ জায়॥
ভাস্বর ভাব-সাগর চির-উন্মদ প্রেম-পাথার।
ভক্তার্জন-যুগল চরণ তারণ-ভব-পার॥
জৃম্ভিত-যুগ-ঈশ্বর জগদীশ্বর যোগসহায়।
নিরোধন সমাহিতমন নিরখি তব কৃপায়॥
ভঞ্জন-দুঃখগঞ্জন করুণাঘন কর্ম-কঠোর।
প্রাণার্পণ জগত-তারণ কৃন্তন-কলিডোর॥
বঞ্চন-কামকাঞ্চন অতিনিন্দিত-ইন্দ্রিয়রাগ।
ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ॥
নির্ভয় গতসংশয় দৃঢ়নিশ্চয়-মানসবান।
নিষ্কারণ-ভকত-শরণ ত্যজি জাতি-কুল-মান॥
সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ-বারি যথায়।
প্রেমার্পণ সমদরশন জগজন-দুঃখ জায়॥
নমো নমো প্রভু বাক্য-মনাতীত মনোবচনৈকাধার।
জ্যোতির জ্যোতি উজল-হৃদিকন্দর তুমি তম-ভঞ্জন হার॥
ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ গাহিছে ছন্দ ভকতবৃন্দ আরতি তোমার॥
জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার॥
খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়॥
জয় শ্রীগুরুমহারাজ্জি কি জয়॥
No comments