ধর্মীয় চুর্গের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিবেকানন্দ - Spirituality Religion

Header Ads

ধর্মীয় চুর্গের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিবেকানন্দ

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna
টুকরাে টুকরাে হয়ে যাবে। ত্যাগের অর্থ নিজে স্বার্থ বিসর্জন দেওয়া অর্থাৎ নিঃস্বার্থপরতা। স্বামী এও বলেছেন, নিঃস্বার্থপরতাই হল ভগবান। এ দুটি আদর্শ অধিকাংশের মধ্যে আছে বলেই ভার এখনও সগর্বে মাথা তুলে আছে, ভারতের অগ্রগতি হচ্ছে। না হলে তাে ভারতের পতন অনিবার্য ছিল এজন্য আন্তরিক প্রচেষ্টার বিশেষ প্রয়ােজন এবং এই আন্তরিকতা যদি থাকে, তাহলে যথাসময়ে সব ঠিক হয়ে যাবে।
ধর্মীয় চুর্গের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিবেকানন্দ। কিন্তু জাতপাতের অন্ধত্ব থেকে দেশ আজও মুক্ত হয়নি। বরং বহুধাবিদীর্ণ। তাঁর বাণী আত্মস্থ করেই কি এই অশিক্ষা ও কুসংস্কারের। বেড়াজাল থেকে মুক্ত হওয়া সম্ভব? স্বামীজী প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন নীরবে হুঁক্সর্গ দূর করে যাচ্ছে। আমাদের উৎসবের সময় পঙক্তিভােজন হয়, সেখানে খিচুড়ি বিতরণ হয়। কোনও উচ্চ-নীচ, ব্রাহ্মণ-অব্রাহ্মণ, হিন্দু-মুসলমানের ভেদ

No comments

Powered by Blogger.