মা দুর্গার কাঠামো পুজো II প্রশ্নঃ-—যাগযজ্ঞাদি তাে গৃহস্থরাও ত্যাগ করেছে। তারা কি বিরক্ত হয়ে ত্যাগ করেছে?
মা দুর্গার কাঠামো পুজো |
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
প্রশ্নঃ-মহারাজ কর্ম যখন বলছেন, যে-পরিপ্রেক্ষিতে বলছেন, সেটাই ধরতে হবে। তিনি কি খাওয়া-পরাও নিষিদ্ধ করে দিলেন? সেও তাে কর্ম। —বৈদিক ক্রিয়াকলাপের হাত থেকে সাধককে মুক্ত করলেন, এইটা সহজ করে দিয়ে গেলেন।
মহারাজ
:
আরে,
যাগযজ্ঞাদি
করে মুক্তি হয় না। ঘােড়ার
ডিম—ও স্বর্গের লােভ যাদের
আছে তারা করুক। সন্ন্যাসীরা
যাগযজ্ঞ পরিত্যাগ করল। যাগযজ্ঞ
যদি অত আবশ্যক হতাে,
তাহলে
তাদের পরিত্যাগ করতে বলতেন
না।
প্রশ্নঃ-—যাগযজ্ঞাদি
তাে গৃহস্থরাও ত্যাগ করেছে।
তারা কি বিরক্ত হয়ে ত্যাগ
করেছে?
মহারাজ
:
বিরক্ত
মানে মুখটা খিচিয়ে বিরক্ত
নয়,
বিরক্ত
মানে অনুরাগশূন্য। —যাহােক,
আমরা
দেখলাম,
ঠাকুরের
এই নবীন আদর্শ গ্রহণ করতে হবে,
অন্তত
যারা মুক্তি চায়। তা,
একটা
No comments