প্রশ্ন: আপনি বললেন যে, তার কাছে আসা ধরলে গোঁড়ামি হবে, আদর্শের কথা ধরলে গোঁড়ামি নয়। তার কাছে আসা আর আদর্শের কাছে আসার তফাত কী? - Spirituality Religion

Header Ads

প্রশ্ন: আপনি বললেন যে, তার কাছে আসা ধরলে গোঁড়ামি হবে, আদর্শের কথা ধরলে গোঁড়ামি নয়। তার কাছে আসা আর আদর্শের কাছে আসার তফাত কী?

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Sarada Devi

Sri Sarada Devi

প্রশ্নআপনি বললেন যেতার কাছে আসা ধরলে গোঁড়ামি হবেআদর্শের কথা ধরলে গোঁড়ামি নয়। তার কাছে আসা আর আদর্শের কাছে আসার তফাত কী
মহারাজ তিনি মানে কে
প্রশ্নশ্রীরামকৃষ্ণদেব। 
মহারাজ শ্রীরামকৃষ্ণদেবতার দেহত্যাগ হয়ে গেছে।তাহলেকাজেই যে-ভাব তিনি দিয়ে গেলেনসেই ভাবকে গ্রহণ করতে হবে। -হ্যাঁ। কিন্তু তাঁর কাছে আসা ধরলে গোঁড়ামি হবে বললেন। 
মহারাজ : গোঁড়ামি আমরা বলছি বটেকিন্তু গীতায় যেমন বলছেন স এবায়ং ময়া তেইদ্য যােগঃ প্রােক্তঃ পুরাতনঃ(43) 
তেমন তিনি বললেনসনাতন ধর্ম যা সর্বদা আছে তা থাকবে। একথাও তাে বলেছেন ঠাকুর। গোঁড়ামি হলে তাে আর একথা বলতে পারতেন না। 
প্রশ্নতাহলে ভগবানই তাে এযুগে তার ভাব বা আদর্শ বললেন। নতুন হল কী করে?
মহারাজ নতুন মানেনতুন জীবনীশক্তি সঞ্চারিত হয়েছে তাতে। 
প্রশ্নআদর্শ হিসাবে নতুনত্ব কিছু থাকবে না
মহারাজ হ্যাসেই আদর্শটির ভিতরে নতুনত্ব আছে। 
প্রশ্নসেটি কী মহারাজঠাকুরের জীবনে বা ঠাকুরের আদর্শেনতুন ভাব কী—একটু বলুন। 
মহারাজ নতুনত্ব হচ্ছেযাগযজ্ঞাদি এখন আর করতে হবে না। ভগবানের নাম করলেই হবে। এ নতুন আদর্শ। যাগযজ্ঞ করতে হবে না
প্রশ্ন—একথা কেউ বলেছেঠাকুর বলেছেন। -চৈতন্যদেবও তাে নামের ওপর জোর দিয়েছেন। 
মহারাজ চৈতন্যদেব দিয়েছেনতা ঠিক। কিন্তু চৈতন্যদেবের আদর্শের পরিণতি আমরা তাে দেখতে পাচ্ছি। আদর্শ যখন ম্লান হয়ে যায়তখন তাকে পুনরুজ্জীবিত করতে অবতারের আবির্ভাব হয়। এজন্যই অবতারের আদর্শ একদিকে সনাতনঅন্যদিকে তেমন নবীন। 
প্রশ্নসেজন্য ঠাকুর যেখানে বলছেনকলিতে কর্ম করা কঠিনসেটা কি এই বৈদিক কর্মযাগযজ্ঞাদি? 
মহারাজ হ্যাঁ। কিন্তু কর্মযােগের তাে আবার প্রবর্তন হয়ে গেল। 



No comments

Powered by Blogger.