প্রশ্ন :- মহারাজ, এই সংঘের মধ্যে থেকে যা আমরা করি সে তাে গতানুগতিকই লাগে।
Sri
Sarada Devi
|
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
প্রশ্ন:- মহারাজ এই সংঘের মধ্যে থেকে যা আমরা করি সে তাে গতানুগতিকই লাগে।
মহারাজ :
সংঘ ছাড়া আমাদের উপায় নেই বলে সংঘে থাকি। সংঘ আমাদের অনুকূল হবে বলে থাকি। প্রতিকূল হবে বলে থাকি না।
প্রশ্ন:- কিন্তু থাকাটা তাে গতানুগতিক হয়ে যাচ্ছে।
মহারাজ :
গতানুগতিক
হচ্ছে ঠিকই,
যে
ধ্যান করছে সেও গতানুগতিক,
যে
জপ করছে সেও গতানুগতিক।
গতানুগতিক ছাড়া পথ কী?
যতক্ষণ পর্যন্ত মনে তীব্রবৈরা গ্যনা আসে ততক্ষণই গতানুগতিক। তীব্র বৈরাগ্য যখন আসে তখন আমরা এগিয়ে যাই। তা না হলে ঐ ‘বনত বনত বনি যাই। আমাদের মধ্যে এমনই একটা বিচার আছে সেটা বলছিলাম। এই সংঘ আরম্ভ করেন ঠাকুর মা স্বামীজী আর ঠাকুরের সাক্ষাৎ শিষ্যগণ। কাজেই এর একটা ধারা আছে এই যুগে। আমি মনে করুন খুব চেষ্টা করি বা না করি এই ধারায় আমরা এসে পড়েছি। কাজেই আমাকে এটা টেনে নিয়ে যাবে। এই একটা মত বলছি। এই বিষয়ে ব্রম্মচারী প্রশিক্ষণকেন্দ্রে থাকতে আমরা বিচার
No comments