স্বামীজীর বাণী, উপদেশ শুধু আমাদের দেশেই নয়, সমগ্র পৃথিবীর মানুষ গ্রহণ করেছে এবং তা জীবনচর্যায় কাজে লাগাচ্ছে।
|
Swami
Shivananda
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
থাকে না। সবাই একসঙ্গে বসে আহার গ্রহণ করেন। দক্ষিণ ভারতে স্বামীজীর গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ* ব্রাহ্মণদের নিয়ে অব্রাহ্মণদের খাবার পরিবেশন করিয়েছিলেন সেই উনিশ শতকের প্রারম্ভে, যা সে সময়ে ছিল কল্পনাতীত। আর শ্রীরামকৃষ্ণ মন্দিরে সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের অবারিত দ্বার। এভাবে তাে মানুষের মন থেকে অশিক্ষা ও কুসংস্কার দূর হয়েছে। তাই স্বামীজীর বাণী, উপদেশ শুধু আমাদের দেশেই নয়, সমগ্র পৃথিবীর মানুষ গ্রহণ করেছে এবং তা জীবনচর্যায় কাজে লাগাচ্ছে। অন্য ধর্মবিশ্বাসী মানুষ—খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, জৈন, জরাথ্রষ্টীয়, ইহুদি প্রভৃতি ধর্মের মানুষও তাঁদের জীবনে স্বামীজীর বাণী ও আদর্শকে গ্রহণ করতে সচেষ্ট হয়েছেন। স্বামীজী ছুঁৎমার্গের বিরুদ্ধে বলেছিলেন একশাে
No comments