প্রশ্ন : মহারাজ, বলা হয়, তােতাপুরী দক্ষিণেশ্বরে আসার আগে অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন..... - Spirituality Religion

Header Ads

প্রশ্ন : মহারাজ, বলা হয়, তােতাপুরী দক্ষিণেশ্বরে আসার আগে অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন.....


Sri Sarada Devi

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA
Swami Shivananda

Swami Shivananda

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Vivekananda

Swami Vivekananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda

প্রশ্ন : মহারাজ বলা হয় তােতাপুরী দক্ষিণেশ্বরে আসার আগে অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আমরা দেখতে পাই একদিন তিনি ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলছেন ধর্মপ্রসঙ্গ হচ্ছে। তখন রাত্রিবেলা ধুনি জ্বলছিল। একজন লােক সেখান থেকে একটু আগুন নিচ্ছিল তামাক খাবে বলে। তােতাপুরী তখন তাকে চিমটে দিয়ে মারতে গেছেন। সেই দেখে ঠাকুর হাসছেন। বলছেন;এই তােমার ব্রম্মজ্ঞানের দৌড় ? এটা ঠাকুর কী বলতে চাইছেন ,
মহারাজ: বলছেন যে ব্রক্ষ্মজ্ঞান যদি হয় তার ব্যবহারও তদনরপ হবে। সর্বত্র ব্রক্ষ্মদৃষ্টি যে করে সে কি ব্রহ্লাকে মারতে ছুটবে ? তবে একটা কথা এর দ্বারা প্রমাণিত হয় যে ব্রম্মজ্ঞানীরও ব্যবহার একরকম নয়। কারাে ঐরকম ক্ৰোধী স্বভাব। সেটি যায়নি আগে ছিল এখনাে আছে। তার কারণ ব্রম্মজ্ঞান হয়েছে বটে কিন্তু ব্যবহার যে সংস্কারের জন্য হচ্ছে তার পুনরাবৃত্তি চলছে। ব্রম্মজ্ঞানের পরেও এরকম ক্রোধবৃত্তি আসতে পারে ? 
মহারাজ পারে এবং তা নিন্দনীয়। আর ঋষিরা তাে ভীষণ রাগী। কথায় কথায় শাপ দিয়ে দেয়। আবার যাকে শাপ দেয় সে উলটে শাপ দেয়। এ যেন গােখরাে সাপ সব। ছােবল মারবার জন্যে তৈরি হয়ে আছে। ?
মহারাজ অপূর্ণতা জ্ঞানের অপূর্ণতা নয়। কিন্তু যা ব্যবহার করছে তাতেও তার মিথ্যাত্ববােধ থেকে যাবে। ব্যবহারে মিথ্যাত্ববােধ থাকলে ঐরকম ব্যবহার করবেন কেন মিথ্যাই যদি বােধ থাকত ওরকম ক্রোধ করতেন ? 
মহারাজ ওটা ক্রোধ নয় " ওটা ক্রোধাভাস। ক্রোধাভাস ? চিমটে নিয়ে মারতে যাচ্ছেন ওটা ক্রোধাভাস ? 
মহারাজ ? তা মারবেন না ? শরৎ মহারাজ উল্লেখ করেছেন যে ঠাকুরের গুরুদেরও অপূর্ণতা ছিল ঠাকুরের সংস্পর্শে তাদের পূর্ণতা লাভ হয়েছে। সেটি কিরকম ?

No comments

Powered by Blogger.