শ্রীশ্রীমায়ের অমৃত কথা 1-17 II কিছু না পারশুধু মা বলে জপ করলেই হবে।
Ma
Bhabatarini (Kali)
|
Sri
Sarada Devi
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
শ্রীমায়ের অমৃত কথা
- কিছু না পারশুধু মা বলে জপ করলেই হবে। আমি সতের মা অসতেরও মা। আমার ছেলে যদি ধূলাে কাদা মাখে, আমাকেই তাে ধূলাে ঝেড়ে কোলে নিতে হবে।
- আমি কড়ে রাঁড়ীকে দীক্ষা দি না। দীক্ষা দেওয়া কি অমনি কথা, তার পাপের ভার সব নিতে হয়।
- ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরি হয়। তখন তার গন্ধে হরিণগুলাে দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই আছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা।
- দেখ এর পর ঘর ঘর আমার (শ্রীমা) পূজো হবে।
- দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে, সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে।
- সাধন ভজন না থাকলে, কোন কর্ম ঠিক নিষ্কাম ভাবে করা যায় না।
- যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে ‘বিষয় মেঘ কেটে যায়।
- কত সৌভাগ্য, মা, এই জন্ম। খুব করে ভগবানকে (ঠাকুরকে) ডেকে যাও। খাটতে হয়।
- খাটলে কি কিছু হয়? সংসারে কাজ কর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। জপধ্যান করতে করতে দেখবে উনি (ঠাকুর) কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন, কি শান্তি প্রাণে ভাসবে।
- ঠাকুর একমাত্র রক্ষা কর্তা এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল।
- সব সময় ঘড়ির কাঁটার মত ইষ্ট মন্ত্র জপ করবে। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে; দিন যাচ্ছে, রাত আসছে; এই হল সন্ধিক্ষণ, এই সময় মন পবিত্র থাকে।
-
ঠাকুর আমাকে বলছেন “যারা তােমার কাছে আসবে, শেষকালে এসে, তাদের হাত ধরে রামকৃষ্ণলােকে নিয়ে যাবেন। সেই জন্য মা বললেন – “যে যা খুশী কর না কেন, যে যা ভাবে খুশী চল না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তােমাদের নিতে। ঈশ্বর হাত পা (ইন্দ্রিয়াদি) দিয়েছেন, তারা তাে ছুড়বেই। তারা তাদের খেলা খেলবেই। কলিতে মনের পাপ, পাপ নয়।”
- ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূখ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে। যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে।
- আমি কি আর উপদেশ দেব! ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গেছে। তার একটা কথা ধারণা করে যদি কেউ চলতে পারে বা জীবনে প্রতিফলিত করতে পারে তাে সব হবে যাবে।
- দোষ তো মানুষ করবেই। ও দেখতে নেই। ওতে নিজের ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে শুধুই দোষ দেখে। যােগেন, দোষ কারও দেখ না, শেষে দূষিত চোখ হয়ে যায়।
- উপদেশ নেয়, তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না।।
- গঙ্গাস্নানে, রােজ পাপ ক্ষয় হয়। সত্য কথা সর্বদায় বলবে। যে জন্মে মন বাসনা শূণ্য হয়, সেইটি শেষ জন্ম।
No comments