প্রাচীন সাধুদের কথা _স্বামী গম্ভীরানন্দ - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা _স্বামী গম্ভীরানন্দ


প্রাচীন সাধুদের কথা _স্বামী গম্ভীরানন্দ (১৮৯৯-১৯৮৮)

Sri Ramakrishna

Sri Ramakrishna


অপূর্ব সংযত জীবনঅদ্বৈত আশ্রমে তাঁর routine এরকমছিল ঃ সকাল ৪-৩০টায় উঠে ৫টায় জপধ্যান করতেন। তারপর, ৬টায় চিঠিপত্রের উত্তর সেরে সকালের ক্লাসের জন্য শাস্ত্র পড়তেন। ৬-৩০টায় ব্রেকফাস্ট খেয়ে ৭টায় সাধু-ব্রহ্মচারীদের ক্লাস নিতেন। তাঁর কাছে আমি পাঁচ বছর গীতা, কেন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ ও ব্রহ্মসূত্র শাঙ্করভাষ্যসমেত পড়েছি। আধ ঘণ্টা ক্লাস তারপর তিনি তাঁর কাজ শুরু করতেন চোখ ভাল ছিল না ঘণ্টাখানেক কাজ করে চোখকে একটু বিশ্রাম দেওয়ার জন্য করিডােরে পায়চারি করতেন বা অফিসে নেমে ঘুরতেন আবার কাজ করতেন প্রায় ১১টা পর্যন্ত। তারপর স্নান করে জপ করতেন এবং ১২টায় খাওয়ার পর। একটু খবরের কাগজ দেখে ১টায় শুতেন ২টা থেকে ৫টা পর্যন্ত কাজ এবং তারই মধ্যে ৪টার সময় এক কাপ চা খাওয়া ৫টার সময় বেড়াতে যেতেন এবং ৬টার মধ্যে ফিরতেন। তাঁর গতিবিধির সঙ্গে ঘড়ির সময় মেলানাে যেত। তারপর করিডােরে পায়চারি করতেন আর গুনগুন করে গান গাইতেন। এরপর জপধ্যান করতেন রাত ৯টা পর্যন্ত। চোখের জন্য রাতে কাজ একদম বন্ধ ছিল রাত ৯টায় খেয়ে ৯-৩০টায় ক্লাসে বসতেন অদ্বৈত আশ্রমে নিয়ম  
Sri Ramakrishna

Sri Ramakrishna


এবং ৬টার মধ্যে ফিরতেন তাঁর গতিবিধির সঙ্গে ঘড়ির সময় মেলানাে যেত। তারপর করিডােরে পায়চারি করতেন আর গুনগুন করে গান গাইতেন। এরপর জপধ্যান করতেন রাত ৯টা পর্যন্ত। চোখের জন্য রাতে কাজ একদম বন্ধ ছিল। রাত ৯টায় খেয়ে ৯-৩০টায় ক্লাসে বসতেন অদ্বৈত আশ্রমে নিয়ম। ছিল নতুন ব্রহ্মচারীকে পাঠক হতে হতাে এবং যে-বই নতুন বেরিয়েছে তা ১৫ মিনিট পাঠ করতে হতাে। সবাই বসে শুনতেন পাঠের সময় আমার যদি কোনাে ভুল উচ্চারণ হতাে, গম্ভীর মহারাজ বলতেন, “ওহে, ঐ শব্দটা একবার দেখাে তাে—Oxford dictionary কী বলে।” ক্লাসের আগে আমি পড়ে যেতাম যাতে সবার সামনে লজ্জায় না পড়তে হয়। মিনিট পনেরাে গল্প করে তিনি ঘরে চলে যেতেন তিনি নির্জনে, গােপনে, একাকী থাকতে ভালবাসতেন। দৈবাৎ কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসত ভক্তদের সঙ্গে গল্প করা তার ধাতে ছিল না। চটপট কাজের কথা বলে তিনি উঠে পড়তেন সােজা মানুষ ছিলেন। ঘ্যানর ঘ্যানর করা পছন্দ করতেন না।
Sri Ramakrishna

Sri Ramakrishna


No comments

Powered by Blogger.