মাকে বিসর্জন দেবে কোথায়? বিসর্জন দেবে নিজের হৃদয়ে - Spirituality Religion

Header Ads

মাকে বিসর্জন দেবে কোথায়? বিসর্জন দেবে নিজের হৃদয়ে

 শুনেছি, মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেনঃ 

Sri Sarada Devi

Sri Sarada Devi


ভক্তি ও শাস্ত্রবিধির বিরােধে শ্রীরামকৃষ্ণদেব। 
মথুরকে যা বলেছিলেন, বিসর্জনের তাৎপর্যার্থে তা স্মরণীয়।
 মথুর শ্রীরামকৃষ্ণদেবকে যখন জানালেন- তিনি প্রাণ থাকতে দেবী দুর্গা মাকে বিসর্জন।
  •  দিতে পারবেন না, তখন শ্রীরামকৃষ্ণদেব হেসে তাঁকে বলেন: "ওঃ! এই তােমার ভয়?
  • তা মাকে ছেড়ে তােমায় থাকতে হবে কে বললে?
  • আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়?
  • ছেলেকে ছেড়ে মা কি কখন থাকতে পারে?
এ তিন দিন বাইরে দালানে বসে তােমার পূজা নিয়েছেন, আজ থেকে তােমার আরও নিকটে থেকে- সর্বদা তােমার হৃদয়ে বসে তােমার পূজা নেবেন।
 মাকে বিসর্জন দেবে কোথায়? বিসর্জন দেবে নিজের হৃদয়ে।"
Swami Shivananda

Swami Shivananda


শুনেছি, মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেনঃ 
সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পীঠ গড়ে উঠেছে।
 সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল।
 তাহলেই বুঝে দেখ, বেলুড় মঠ কত বড় তীর্থ! মঠে গঙ্গার ধারে যে তিনটে মন্দির আছে(রাজা মহারাজের মন্দির, মায়ের মন্দির আর স্বামীজীর মন্দির) তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ ।
 করা, অন্যগুলাের চেয়ে আলাদা। মায়ের গঙ্গাবাই ছিল।
 গঙ্গাস্নান করতে, গঙ্গাদর্শন করতে ও গঙ্গাতীরে থাকতে মা ভালবাসতেন।
 তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা।
 মা সব সময় গঙ্গাদর্শন করছেন।
 মহারাজ বলতেনঃ “মাকে চেনা বড় শক্ত।
 ঘােমটা দিয়ে সাধারণ মেয়েদের মতাে থাকেন, অথচ তিনি সাক্ষাৎ জগদম্ভা।
 ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম?' -শতরূপে সারদা _স্বামী লােকেশ্বরানন্দ 
Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)

aa
Sri Sarada Devi

Sri Sarada Devi

aa

No comments

Powered by Blogger.