একজন মহারাজের মায়ের চিঠি _আমার অনেক সাধ ছিল, কত কী করার ছিল
একজন মহারাজের মায়ের চিঠি _আমার অনেক সাধ ছিল,
কত কী করার ছিল
Sri
Ramakrishna
|
চিঠি
এতো গোছানো না কিন্তু এটা আমার
কাছে অমূল্য সম্পদ
অসুস্থ শরীরে আমাকে আমার
মা একটা
চিঠি লিখে বালিশের
তলায় রেখেছিল।
সেই চিঠিই
আমার পথ ।
সেই চিঠিই আমার গুরু।
স্নেহের
বুড়াে,
আর কয়েকদিন পরেই আমি চলে যাব।
আর কয়েকদিন পরেই আমি চলে যাব।
দুরে,
বহু
দুরে।
আমার অনেক সাধ ছিল,
কত
কী করার ছিল।
খেলা না ফুরাতে
খেলাঘর ভেঙে গেল।
জীবনে একবারই
দেখা হয়।
তােমার সঙ্গে আর
দেখা হবে না।
তুমি বড় হও।
যত
পারাে,
বেড়ে
ওঠো।
আমি নেই বলে তােমার বড়
হওয়া যেন আটকায় না।
আমার
জন্যে মন খারাপ কোরাে না।
আমি
নেই বলে আরও বেশি করে থাকব।
তুমি আমাকে দেখতে পাবে না।
কিন্তু আমি তােমাকে দেখব।
তােমার বাবা যেন এইরকম শিশুই
থাকেন।
বােলাে তাঁকে।
- যেখানে আমি যাচ্ছি,
- সেখানে তােমরা থাকবে না,
- এইটাই আমার দুঃখ।
যাওয়াটা এইরকম
আগে পরেই হয়ে যায়।
যে খেলার
যা নিয়ম।
Sri
Ramakrishna
|
সব
সময় সােজা পথে চলবে।
সমস্ত
ব্যাপার বুদ্ধি দিয়ে নয়
হৃদয় দিয়ে বােঝার চেষ্টা
করবে।
রােজ আয়নার সামনে
কিছুক্ষণ দাঁড়াবে।
নিজের
মুখ দেখবে স্থির নজরে।
যখনই
দেখবে চোখের উজ্জ্বলতা কমছে,
তখনই
চিন্তার দিকে নজর দেবে।
- চিন্তাই মানুষ ।
- একা থাকবে না।
- কাজকে সঙ্গী করবে।
- বাবার মতাে গাছপালা,
- জীবজন্তু,
- পশুপক্ষীকেই বন্ধু করবে।
Sri
Ramakrishna
|
সবুজের
ঘরে থাকলে মানুষ চির-সবুজ
থাকে।
দিতে শিখবে,
নিতে
নয়।
‘আমি আমি করবে না।
আমি
বলে কিছু নেই।
সবই ‘তুমি'।
ভেতরটাকে বড় করলে বাইরেটা
বড় হয়।
নকল থেকে আসল বেছে
নিতে শেখাে।
তােমার দাদির
বাড়িকে অপবিত্র কোরাে না।
প্রতিষ্ঠা মানে সত্যের
প্রতিষ্ঠা।
ঐশ্বর্য হল চরিত্র।
যুদ্ধ হল নিজের সঙ্গে।
জয়
হল নিজেকে জয়।
সব
সময় মনে রাখবে তুমি কোন
পরিবারের ছেলে।
পিতা,
মাতা,
পিতামহকে
ভুলাে না ।
বিদায় অনেক অনেক
ভালবাসা।
জল নয়,
আগুন। ইতি
তােমার মা
Sri
Ramakrishna
|
No comments