আজ ২৫০ বছর পুরানো লক্ষীপূজা হলো
আজ আজ ২৫০ বছর পুরানো লক্ষ্মীপূজা হলো চৈত্র লক্ষ্মী পূজা
২৫০ বছর পুরানো চৈত্র লক্ষ্মীপূজা হলো আজ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এর মা এই লক্ষ্মী পাততেন ও ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এর পিতা মহাত্মা ক্ষুদীরাম চট্টোপাধ্যায় মহাশয় পূজো করতেন।
বাংলায়
শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের
শেষে পূর্ণিমা তিথিতে
কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা
করা হয়। বাঙালি
হিন্দুর ঘরে
ঘরে এক চিরন্তন প্রার্থনা।
প্রায়
প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর
পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন
ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের
আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা
হয়ে থাকে.নারী
পুরুষ উভয়েই এই পূজায় অংশ
গ্রহণ করেন।
অনেকেই
সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর
পূজা করে থাকেন। এছাড়া শস্য
সম্পদের দেবী বলে ভাদ্র
সংক্রান্তি,
পৌষ
সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে
এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে
লক্ষ্মীর পূজা হয়। লক্ষণীয়
বিষয় হল-খারিফ
শস্য ও রবি শস্য ঠিক যে সময়
হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু
মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়।
তবে পূজার উপাচারে পরিবর্তন
হয় মাস ভেদে।
No comments