প্রাচীন সাধুদের কথা _অমৃতকথা --- স্বামী ভূতেশানন্দ মহারাজ - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা _অমৃতকথা --- স্বামী ভূতেশানন্দ মহারাজ

প্রাচীন সাধুদের কথা _অমৃতকথা --- স্বামী ভূতেশানন্দ মহারাজ

Sri Ramakrishna

Sri Ramakrishna


অমৃতকথা --- স্বামী ভূতেশানন্দ মহারাজ

একটি ছােট রাজপুত্র রাজপ্রসাদে মায়ের কোলে ঘুমােচ্ছে।

 ঘুমের মধ্যে সে কাঁদছে।

 কেন কাঁদছে?

 -- না, সে স্বপ্ন দেখেছে যে বনের মধ্যে দিয়ে সে যাচ্ছে,
আর তাকে বাঘে তাড়া করেছে।

 সে অসহায় , তাই সে ভয় পেয়ে কাঁদছে।

 মা তাকে একটু ঠেলা মেরে জাগিয়ে দিলেন।

 ঘুম ভেঙ্গে রাজপুত্র অবাক হয়ে তাকিয়ে দেখে -- 
কোথায় সেই জঙ্গল
কোথায় বা সেই বাঘ! মায়ের কোলে সে সুরক্ষিত আছে।

 মা তাকে রক্ষা করছেন।

 তার তখন ভয় চলে গেল, নিশ্চিন্ত হল সে।

 তেমনি আমরাও রাজার ছেলে।

 মা সর্বদা আমাদের পাহারা দিচ্ছেন।

 মায়ের কোলে আমরাও সর্বদা সুরক্ষিত আছি।

 ভয় কি আমাদের!? 

এমন ভাবে চিন্তা করলে আমাদের আর ভয় থাকবে না। 

Sri Ramakrishna

Sri Ramakrishna


প্রশ্ন : - আমরা নির্ভয় হতে পারব তাে মহারাজ?

উত্তর ঃ নির্ভয় হবেই তাে; নিশ্চয় হতে পারবে!

Sri Ramakrishna

Sri Ramakrishna




লেগে যা লেগে যা।

 দেরি করিস না - মৃত্যু তাে দিন দিন এগিয়ে আসছে। 

আর পরে করবি বলে বসে থাকিস না - তাহলে কিছু হবে না.....

মানুষের দু:খে যারা সহানুভূতি দেখাতে পারে না তারা আবার।

 কিসের মানুষ?" - স্বামী বিবেকানন্দ
Read More :

No comments

Powered by Blogger.