6 উপায়ে করােনা ভাইরাস কে আটকানো যাবে - Spirituality Religion

Header Ads

6 উপায়ে করােনা ভাইরাস কে আটকানো যাবে

 6 উপায়ে করােনা ভাইরাস কে আটকানো যাবে 


করােনা ভাইরাস

করােনা ভাইরাস 


1) করােনা ভাইরাস বিশালাকৃতির ভাইরাস, যার কোষের প্রস্থ 400-500 মাইক্রোমিটার। সুতরাং যে কোনও মুখােশ যেটা এই আকারের বস্তুকে প্রতিহত করতে পারে সেটা ব্যবহার করলেই হবে, ফার্মাসিস্টদের কাছে যাওয়ার প্রয়ােজন নেই।
করােনা ভাইরাস
করােনা ভাইরাস 

2) ভাইরাসটি বায়ুবাহী নয়, আকারে বড় ও ভারী বলে এটা মাটিতে পড়ে থাকে।
করােনা ভাইরাস
করােনা ভাইরাস 
3) করােনা ভাইরাস যখন ধাতব কোনাে পৃষ্ঠের উপর পড়ে তখন এটি 12 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। কাপড়ের উপরে পড়লে 9 ঘন্টা, সরাসরি শরীরে লাগলে 10 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তাই সাবান এবং জল দিয়ে ভালভাবে জামাকাপড়, শরীর পরিষ্কার করলে। করােনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করা সম্ভব।
করােনা ভাইরাস
করােনা ভাইরাস 
4)যদি ভাইরাসটি 22°-27° ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় চলে আসে তবে এটি মারা যাবে, কারণ এটি গরম অঞ্চলে বাস করে না। এছাড়াও গরম জল খেলে এবং সূর্যের আলােয় থাকলে করােনাভাইরাস কার্যকর হতে পারে না।
করােনা ভাইরাস
করােনা ভাইরাস 
5) আইসক্রিম থেকে দূরে থাকুন এবং ঠান্ডা আবহাওয়া পরিহার করুন।
করােনা ভাইরাস
করােনা ভাইরাস 
6) উষ্ণ- লবন জলে গার্গল করলে করােনাভাইরাস মরে যায় এবং টনসিল ও ফুসফুসে প্রবেশ করতে পারে না। এই ছয়টি উপায় মেনে চললে করােনা ভাইরাস প্রতিরােধ করা সম্ভব। তথ্যসূত্রঃ ইউনিসেফ।

করােনা ভাইরাস
করােনা ভাইরাস 





No comments

Powered by Blogger.