"পাপ কথাটা বলতে চাই না আমি।
"পাপ কথাটা বলতে চাই না আমি।
স্বামী বিবেকানন্দ |
"পাপ কথাটা বলতে চাই না আমি। 'পাপের বদলে বলব 'ভুল'। মানুষ 'পাপ' করে না, 'ভুল' করে। কিন্তু ভুল করাতাে মানুষেরই ধর্ম। মানুষ ছাড়া আর কে ভুল করে? গরু কখনও চুরি করে না, দেওয়াল কখনও মিথ্যা বলে না - মানুষই ভুল করে, মানুষই আবার দেবতা হয়। - সেই দেবতা হতে হবে। তােমাদের আর 'হতে হবে'ই বা বলছি কেন ? আমরা তাে সবাই দেবতা আছিই। তবে সেই দেবতা এখন ঘুমিয়ে আছে আমাদের মধ্যে। ঘুম ভাঙাতে হবে সেই নিদ্রিত দেবতার, তাঁকে জাগিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্যই সেটা।"
স্বামী
বিবেকানন্দ
No comments