1923 আজকের জয়রামবাটি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় (দুটো ফটো দেখুন) - Spirituality Religion

Header Ads

1923 আজকের জয়রামবাটি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় (দুটো ফটো দেখুন)



1923 আজকের জয়রামবাটি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় (দুটো ফটো দেখুন) 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ একাধিকবার জয়রামবাটীতে শশুরবাড়ি  এসেছিলেন।

  •  ঠাকুরের পার্ষদ ও শ্রী শ্রী মায়ের ভক্তশিষ্যদের মধ্যে  কথামৃতকার ‘শ্রীম’ মহেন্দ্রনাথ গুপ্ত
  • তথা মাস্টারমশাই নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ
  • স্বামী সারদানন্দ মহারাজ
  • স্বামী শিবানন্দ মহারাজ সহ অনেকেই জয়রামবাটী দর্শন করেছেন।

 স্বামী সারদানন্দ মহারাজই প্রথম জয়রামবাটীতে মাতৃমন্দির ও আশ্রয় স্থাপনে উদ্যোগী হন। 

তবে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন কিনা, তা জানা যায় না।

শ্রীশ্রীমাতৃমন্দির মঠ জয়রামবাটীর প্রধান আকর্ষণ হলো ।

 স্বামী সারদানন্দ মহারাজ মঠে মায়ের মন্দির ও সম্পত্তি বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি বোর্ডকে অর্পণ করে গিয়েছিলেন। 


মঠের ভিতর আছে মাতৃমন্দির, মায়ের পুরনো ও নতুন বাড়ি, পু্ণ্যপুকুর, অফিসঘর, পুস্তক বিক্রয়কেন্দ, সাধুদের বাসস্থান, রান্নাঘর, প্রসাদ বিতরণের ঘর,  সুন্দরনারায়ণ ধর্মমন্দির ইত্যাদি।

 মঠে ঠাকুর, মা, স্বামীজি ও ঠাকুরের পারিষদবর্গের জন্মতিথি উৎসব, আজকের দিনের অক্ষয় তৃতীয়ায় মন্দির প্রতিষ্ঠা দিবস, জগদ্ধাত্রী পূজা, দুর্গাপূজা ও ফলহারিণী কালীপূজার অনুষ্ঠান মহাসমারোহে পালিত হয়।


1923 আজকের জয়রামবাটি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়

মঠ ও মন্দির দর্শনের সময়–
ভোর ৪টে থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা (এপ্রিল-সেপ্টেম্বর)

ভোর সাড়ে ৪টে থাকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে রাত ৮টা (অক্টোবর-মার্চ)





Matri Mandir & Ramakrishna Mission Sarada Sevashrama, P.O. Jayrambati, Dt. Bankura, West Bengal 722 161, India
Phone : 03244-244214, 03244-244910, 03244-244911
Email: jayrambati@rkmm.org
Website: www.rkmjoyrambati.org

Guesthouse book:-


জয়রামবাটি লজ
Srima tusish loj  9735280801
Sarada turish loj  9932888451
Shinghyo bahini loj  9734559860
nilachal loj  9434522905
appyan loj  9434587554


মায়ের ঘাট আজকের জয়রামবাটীর বাসস্টপের নাম।

ঠিক
ভুল

No comments

Powered by Blogger.