কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে - Spirituality Religion

Header Ads

কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে

💐💐💐কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে।💐💐💐

কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে।
কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে।


💐💐💐কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে।💐💐💐

"নিরপেক্ষ ঈশ্বর তাঁহার সৃষ্টিতে সকলকেই সমান করিয়াছেন। 
অতি অধম অসুর প্রকৃতির মানুষের ও এমন কিছু গুন আছে, যাহা একজন বড় সাধুর নাই। 
নগণ্য কীটের ও এমন কিছু গুণ থাকতে পারে, যাহা হয়তো মহাপুরুষের নাই।"

স্বামীজি বিদেশ যাত্রার পরে, যখন মাদ্রাজের পথে স্বামীজি যেখানে যেখানে গিয়েছিলেন কয়েকটি বিখ্যাত জায়গার নাম এখানে উল্লেখ করা যেতে পারে। 
রামনাথপুর জেলার অন্যতম শহর পরমকুডি। 
রামনাড থেকে প্রথমে পরমকুডি গেলেন স্বামীজি। 
সেখান থেকে মনমাদুরাই। স্বামীজিকে স্বাগত জানান এখানকার বিশিষ্ট আইনজীবী রামস্বামী রাজু । 
তাঁর বাড়িতেই ছিলেন স্বামীজি। 
বাড়ির ভিতরেই একটি কংক্রিটের মঞ্চ রয়েছে যে স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন পরিবারের লোকজন। 
কারণ ওই মঞ্চে দাঁড়িয়েই স্বামীজীর উপস্থিত লোকজনদের সম্বধিত করেছিলেন বলে মনে করা হয়। 
বাড়ির পূজোর সমস্ত আয়োজন এই মঞ্চেই হয়। 

এই বাড়িতে স্বামীজি যে থেকেছিলেন তাকে চির স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে গৃহপ্রাঙ্গণে একটি স্মারক স্তম্ভ বসানো হয়।
 এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় স্বামীজি যে মূল্যবান ভাষণ দান করেন স্বল্প পরিসরে তা বিস্তারিত ভাবে আলোচনা করা সম্ভব নয়। 
অগত্যা তা সংক্ষেপেই করতে হবে। 
পরমকুডিতে অভিনন্দনের উত্তরে স্বামীজি তাঁর ভাষণে ঈশ্বরের নিরপেক্ষতার কথা আবার ও শোনালেন- সেই ভাষণটিতে ছিল এই ঈশ্বরের নিরপেক্ষতার কথা। 
💐💐💐কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তজনের মাঝে।💐💐💐
🙏🙏🙏জয় স্বামীজি। প্রণাম স্বামীজি, সকলের মঙ্গল করো 🙏🙏🙏


No comments

Powered by Blogger.