শ্রীমা সারদাদেবীর শিষ্যশৃন্দ _বিনয়বালা সেন
শ্রীমা সারদাদেবীর শিষ্যশৃন্দ _বিনয়বালা সেন
[বিনয়বালা সেন বৃহত্তর ঢাকার মুন্সিগঞ্জ জেলার সােনারঙ্গ গ্রামের বাসিন্দা।
শ্রীশ্রীমায়ের কৃপাপ্রাপ্ত। তাঁর বােন শুধাবালা সেনও শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য ।
শ্রীশ্রীমায়ের কৃপাপ্রাপ্ত। তাঁর বােন শুধাবালা সেনও শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য ।
আমার বাড়ি ঢাকা-সােনারং গ্রামে।
স্বামিগৃহে থাকাকালে আমি ঠাকুরের কথা জানতে পারি এবং শ্রীশ্রীমাকে দর্শন করার জন্য ব্যাকুল হই।
মা কোলকাতায় আছেন জেনে আমি কোনরূপে কোলকাতায় আমার পিতার কাছে চলে আসি, পিতা কালীঘাটে থাকতেন।
শুনেছিলাম, শ্রীশ্রীমা উদ্বোধন অফিসের বাড়িতে থাকেন।
তা কোথায় বা কোনপথে সেখানে যেতে হয় কিছুই না জেনে কাকেও কিছু না বলে পাড়ার একটি ছােট ছেলেকে সঙ্গে নিয়ে ট্রামে উঠে
পড়লাম।
ট্রামে দু'এক জনকে উদ্বোধন অফিসের ঠিকানা জিজ্ঞেস করে সঠিক সংবাদ পেলাম না, বীডন বাগানের কাছে নেমে পড়লাম।
সেখানে দু'চারজনকে জিজ্ঞেস করে আবার ট্রামে উঠলাম।
এরূপে উদ্বোধন অফিসে গিয়ে যখন পৌছলাম তখন বিকাল হয়ে গিয়েছে।
মার বাড়িতে এ সময়ে পাহারা ছিল, সকলকে উপরে যেতে দেওয়া হতাে না।
স্বামিগৃহে থাকাকালে আমি ঠাকুরের কথা জানতে পারি এবং শ্রীশ্রীমাকে দর্শন করার জন্য ব্যাকুল হই।
মা কোলকাতায় আছেন জেনে আমি কোনরূপে কোলকাতায় আমার পিতার কাছে চলে আসি, পিতা কালীঘাটে থাকতেন।
শুনেছিলাম, শ্রীশ্রীমা উদ্বোধন অফিসের বাড়িতে থাকেন।
তা কোথায় বা কোনপথে সেখানে যেতে হয় কিছুই না জেনে কাকেও কিছু না বলে পাড়ার একটি ছােট ছেলেকে সঙ্গে নিয়ে ট্রামে উঠে
পড়লাম।
Sri Sri Ramakrishna |
ট্রামে দু'এক জনকে উদ্বোধন অফিসের ঠিকানা জিজ্ঞেস করে সঠিক সংবাদ পেলাম না, বীডন বাগানের কাছে নেমে পড়লাম।
সেখানে দু'চারজনকে জিজ্ঞেস করে আবার ট্রামে উঠলাম।
এরূপে উদ্বোধন অফিসে গিয়ে যখন পৌছলাম তখন বিকাল হয়ে গিয়েছে।
মার বাড়িতে এ সময়ে পাহারা ছিল, সকলকে উপরে যেতে দেওয়া হতাে
কিন্তু আমি যখন যাই তখন কেউ পাহারায় ছিল না।
সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম।
মা ঘর হতে বের হয়ে এসে বললেন, 'তুমি মা আমার কাছে মন্ত্র নিতে এসেছ, ওখানে কলঘর আছে, তুমি গিয়ে হাত পা ধুয়ে এসাে-তােমাকে মন্ত্র দেব।'
আমি বললাম, মন্ত্র নিবার জন্য আমি তাে কিছুই নিয়ে আসিনি !'
মা বললেন, তােমার ওসব কিছু লাগবে না।'
সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম।
মা ঘর হতে বের হয়ে এসে বললেন, 'তুমি মা আমার কাছে মন্ত্র নিতে এসেছ, ওখানে কলঘর আছে, তুমি গিয়ে হাত পা ধুয়ে এসাে-তােমাকে মন্ত্র দেব।'
আমি বললাম, মন্ত্র নিবার জন্য আমি তাে কিছুই নিয়ে আসিনি !'
মা বললেন, তােমার ওসব কিছু লাগবে না।'
যখন দেহরক্ষার পূর্বে মার কঠিন পীড়া হয় তখন একদিন শ্রীশ্রীমার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম।
তখন এমন কড়া পাহারার ব্যবস্থা যে, প্রবীণ ভক্তেরাও উপরে যেতে পারতেন না।
কিন্তু ঘটনা এমনই হলাে, আমি যখন যাই, পথে বা সিড়িতে কেউই পাহারায় নেই।
তখন এমন কড়া পাহারার ব্যবস্থা যে, প্রবীণ ভক্তেরাও উপরে যেতে পারতেন না।
কিন্তু ঘটনা এমনই হলাে, আমি যখন যাই, পথে বা সিড়িতে কেউই পাহারায় নেই।
Sri Sri Ramakrishna |
সােজা মার ঘরে চলে গেলাম।
মা আমাকে দেখেই বললেন-'মা এসেছ ? বস মা, বস ।
মা আমাকে দেখেই বললেন-'মা এসেছ ? বস মা, বস ।
এবার এমন অসুখ হয়েছে যে আর শরীর থাকবে না ! তুমি এসেছ, ভাল হয়েছে।
দেখ মা, ছেলেরা কখন এসে পড়বে বলা যায় না ; আমার পাটা একটু টিপে দাও তাে-কেমন ব্যথা হয়েছে।'
মার অশেষ কৃপা পেয়ে অভিভূত হয়ে গেলাম।
শ্রীমা সারদাদেবীর শিষ্যশৃন্দ _বিনয়বালা সেন
No comments