শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্য_ শ্রীপ্রতাপাদিত্য রায়
শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্য_ শ্রীপ্রতাপাদিত্য রায়
শ্রীপ্রতাপাদিত্য রায় বৃহত্তর ময়মনসিংহ-এর টাঙ্গাইল জেলার মৈষামুরা গ্রামে। ১৯০১ সনে জন্মগ্রহণ করেন।
পরবর্তিকালে বল্লারতনগঞ্জ গ্রামে বসবাস করতেন ।
এখান থেকে তাঁর পিতা ডাঃ গােপালচন্দ্র রায় এবং মাতা কুলকামিনী দেবীকে নিয়ে ১৯১৬ সনে শ্রীশ্রীমাকে দর্শন করতে যান এবং এবছরই শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্য হন ।]
শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্যহন _ শ্রীপ্রতাপাদিত্য রায় ১৯১৬ সনে ফাল্গুন মাসে আমি, মা, বাবা এবং
আরাে চারজন ময়মনসিংহ জেলার বল্লারতনগঞ্জ হতে জয়রামবাটী অভিমুখে রওনা হই।
আমার বয়স তখন ১৫ বছর।
ইতিপূর্বে আমরা কেবল ঠাকুরের ও শ্রীশ্রীমায়ের ফটো দেখেছিলাম কিন্তু তার ও শ্রীশ্রীমায়ের সম্বন্ধে বিশেষ জ্ঞান আমাদের ছিল না।
সুরেন্দ্রনাথ ভৌমিক, সৌরেন্দ্রনাথ মজুমদার ও সত্যেন্দ্রনাথ মজুমদার (আনন্দবাজার পত্রিকার সম্পাদক) প্রায়ই আসতেন ;
তাঁরা শ্রীশ্রীঠাকুরের পূজাপাঠ করতেন এবং প্রচারকার্যও আরম্ভ করেন, যার ফলে আমি শ্রীশ্রীমায়ের বিষয় জানতে পারি ও শ্রীশ্রীমায়ের কৃপা পাবার আশায় জয়রামবাটী যাত্রা করি।
শ্রীশ্রীমায়ের ইচ্ছায় সব যােগাযােগ হয়ে যায় ।
কোলকাতা গিয়ে সৌরেন্দ্রনাথ মজুমদারের আলিপুরস্থ বাড়িতে উঠি এবং তৎপর তাঁর কনিষ্ঠ ভ্রাতা আমাদের হাওড়ায় ট্রেনে তুলে দেন।
ভাের ৪টার সময় বিষ্ণুপুর পৌছে গরুর গাড়ীতে ও পদব্রজে কোয়ালপাড়া মঠে রাত ১০টার সময় পৌছি।
আমরা সমস্ত দিন পরিশ্রমে ও একরূপ অনাহারে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম ।
মঠাধ্যক্ষ তৎক্ষণাৎ রান্না করিয়ে আমাদের তৃপ্তির সাথে খাওয়ালেন।
সেখানে রাত্রিযাপন করে পরদিন সকালেই রওনা হলাম।
কোয়ালপাড়ায় জুতা রেখে খালিপায়ে রওনা হই এবং ৮টায় জয়রামবাটী পৌছি।
শ্রীশ্রীমায়ের বাড়ি পৌঁছে বাড়ির বাইরে একটি বৈঠকখানাঘরের বারান্দায় জিনিসপত্রাদি রেখে বসলাম।
তখন শ্রীশ্রীমায়ের ভ্রাতা বাইরে ছিলেন।
কেবল আমি ও আমার মা বাড়ির ভিতর প্রবেশ করলাম।
প্রবেশ করে দূর হতেই শ্রীশ্রীমাকে তার ঘরের বারান্দায় বসে থাকতে দেখলাম—চিনতে পারলাম যে ইনিই শ্রীশ্রীমা।
কারণ তাঁর দুই বছর পূর্বেকার তােলা ফটো দেখেছিলাম। দেখি শ্রীশ্রীমা তরকারী কটছেন।
বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ ও তাঁদের স্মৃতিমালা শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্য_ শ্রীপ্রতাপাদিত্য রায়
আমরা সামনে দাড়াতেই তিনি আমার মাকে জিজ্ঞেস করলেন ‘কোথেকে এসেছ ?
মায়ের উত্তর শুনে বললেন, 'বাঙাল’ ।
আমার মা বললেন ‘হ্যা।
-আসতে ক’দিন লেগেছে’?
-চারদিন’
শ্রীশ্রীমা বললেন, এতদর থেকে এসেছ ?
আমার কাছে কেন এসেছ ?
বেলুড়ে
রয়েছে সেখানে গেলেই তাে হতাে।
মা বললেন, ‘মা, শুনেছি আপনি সাক্ষাৎ কালী।
সেজন্য আপনার কাছে এসেছি।'
পরে শ্রীশ্রীমায়ের ভ্রাতৃবধূরা বললেন, 'আজ সকালেই ঠাকুরঝি বলেছিলেন যে আজ অনেক ভক্ত আসবে—ভােগের জোগাড়টা একটু বেশি করতে হবে।
তাই তিনি নিজেই তরকারী কেটে দিচ্ছেন।'
তরকারী কোটা শেষ হলে শ্রীশ্রীমা আমার মাকে বল্লেন, ‘চল স্নান করে আসি।'
শ্রীশ্রীমায়ের অনুমতি নিয়ে মা শ্রীশ্রীমাকে তেল মাখিয়ে দিলেন ।
তারপর বাড়ির পিছনে পুকুরে গিয়ে স্নান করে এসে উঠানে একটি ছাপড়ার নীচে ঠাকুরের পূজার আয়ােজন করতে লাগলেন।
পূজাসমাপনান্তে শ্রীশ্রীমা সকলকে ডেকে একে একে মন্ত্র দিলেন।
আমাকে মন্ত্র দিবার পূর্বে আমার মা বলেছিলেন, এ ছােট ছেলে, একেও মন্ত্র দিবেন ?
জপ করবে কিনা ঠিক নেই।
শ্ৰীশ্ৰীমা বললেন, না করুক, পরে কাজ দেবে।
আমিও মন্ত্র পেলাম।
ভােগ হওয়ার পর শ্রীশ্রীমা নিজের হাতে মেখে অন্ন-প্রসাদ আমাদের পরিবেশন করলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাওয়া দেখলেন।
তারপর আমাদের এঁটো পাতা ফেলার জন্য নিজে এগিয়ে এলেন।
তখন আমরা বাধা দিলাম।
আমার মা এসে পাতাগুলি সব উঠিয়ে ফেলে দিলেন।
এদিন বিকালে আমরা সকলে বাড়ির ভিতর গিয়ে তার ঘরের বারান্দায় বসলাম।
তিনি আমাদের অনেক কথা বলতে লাগলেন।
বল্লেন, ‘সর্বদা ঠাকুরের স্মরণ করাে, ঠাকুর তােমাদের পেছনে আছেন, কোনও ভয় নেই।
নিজ সন্তানকে যেরূপ ভালবাস সেরূপ ভালবাসা ঠাকুরের উপর রেখাে, কোনও চিন্তা নেই।
আর বল্লেন, ‘সিংহবাহিনীকে দর্শন করাে ও এখান থেকে কিছু মাটি নিয়ে যেও-কোন বিপদ-আপদ হবে না।
আর ভানুপিসির সঙ্গে দেখা করে আসতে বলায় আমরা তার নিকট গেলাম।
আমাদের দেখে ভানুপিসি খুব খুশি হয়ে ঠাকুরের কালের অনেক ঘটনা বলতে লাগলেন।
বললেন, “ঠাকুর সজনে ফুলের চচ্চড়ি ভালবাসতেন।'
রাত্রিতে আমার মা শ্রীশ্রীমার ঘরের নীচেই শয়ন করলেন ।
শ্রীশ্রীমা খাটের উপর,
তখন কথায় কথায় মা শ্রীশ্রীমাকে বল্লেন যে ঠাকুর যে আপনাকে কালী বলতেন, তা সত্য কিনা।
বাংলাদেশে শ্রীমা সারদাদেবীর শিষ্যবৃন্দ ও তাঁদের স্মৃতিমালা শ্রীশ্রীমায়ের কৃপালাভে ধন্য_ শ্রীপ্রতাপাদিত্য রায়
কিন্তু জোর করার পরে বললেন ঠাকুরের কথা সবই ঠিক।'
পরদিন দোল উৎসব ;
আমরা শ্রীশ্রীমায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করলাম এবং সেই পায়ে-দেওয়া আবির সঙ্গে করে আনলাম।
বিকাল ৪টার সময় জয়রামবাটী হতে রওনা হলাম ।
শ্রীশ্রীমাও আমাদের সাথে সাথে গ্রামের শেষ সীমা পর্যন্ত হেঁটে এলেন।
আমরা তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম করে অগ্রসর হতে লাগলাম।
মা অশ্রুপূর্ণ লােচনে আমাদের বিদায় দিলেন এবং বল্লেন, ‘আবার এসাে।
তারপর অনেকদূর পর্যন্ত গিয়ে দেখতে পেলাম শ্রীশ্রীমা তখনও ঐখানে দাঁড়িয়ে আমাদের দেখছেন।
তখন আমাদের মনের অবস্থা যে কিরূপ তা সহজেই অনুমেয়।
মনে হলাে-এ যে আমাদের জন্ম-জন্মান্তরের মা-করুণাময়ী মা !!!
পুনরায় ১৯১৯ সনে আমি মাকে সঙ্গে নিয়ে বাগবাজারে শ্রীশ্রীমায়ের বাটীতে এসে শ্রীশ্রীমার চরণ দর্শন করি।
এই শ্রীশ্রীমায়ের প্রকটলীলায় আমার শেষ দর্শন, আমি তখন কোলকাতার বঙ্গবাসী কলেজে পড়তাম ।
তার দেহত্যাগের পর এখানেই তাঁকে শেষ দর্শন করি ।
Read More
প্রভু, তুমি আছ কি না জানি না, তুমি সাকার কি নিরাকার যেরূপ হও আমাকে বুঝিয়ে দাও
त्वचा: चलते-फिरते इन छोटे-छोटे उपायों को आजमाएं और खूबसूरत बन जाएं
1. https://www.medlinepluss.uk/esurance-home-insurance-progressive-home-insurance/ 2. https://www.medlinepluss.uk/singleton-pregnancy-signs-of-twins-in-early-pregnancy-signs-youre-having-twins/ 3. https://www.medlinepluss.uk/cigna-life-insurance-2022-medlinepluss/ 4. https://www.medlinepluss.uk/top-skin-specialist-in-pune-medlinepluss-uk/ 5. https://www.medlinepluss.uk/dpn-skin-what-is-it-causes-symptoms-treatments/ 6. https://www.medlinepluss.uk/b-j-medical-cut-off-fees-eligibility/ 7. https://www.medlinepluss.uk/lord-shiva-images-rare/ 8. https://www.medlinepluss.uk/shiv-shakti-images-lord-shiv-shakti-photo-hd/ 9. https://www.medlinepluss.uk/shivshakti-images-with-quotes-download/ 10. https://www.medlinepluss.uk/hair-vector-art-icons-and-graphics-for-free-download/ 11. https://www.medlinepluss.uk/lyft-office-near-me-california-service-locations-hours/ 12. https://www.medlinepluss.uk/how-much-does-soma-medical-center-make/ 13. https://www.medlinepluss.uk/100-small-quotes-that-will-inspire-you-fast/ 14. https://www.medlinepluss.uk/nevada-eye-physicians/ 15. https://www.medlinepluss.uk/national-family-insurance/ 16. https://www.medlinepluss.uk/persona-5-quotes-from-the-megami-tensei-franchise/ 17. https://www.medlinepluss.uk/clinic-near-me-medlinepluss-uk/ 18. https://www.medlinepluss.uk/hair-specialist-in-pune-best-hair-loss-treatment/ 19. https://www.medlinepluss.uk/how-to-remove-hand-tan-from-hands/ 20. https://www.medlinepluss.uk/pimple-saudagar-pune-medlinepluss/ 21. https://www.medlinepluss.uk/co2-pune-address-timings-phone-number-rates-menu-cafe-images/ 22. https://www.medlinepluss.uk/skin-specialists-near-me-best-skin-doctor-in-india-medlinepluss/ 23. https://www.medlinepluss.uk/persona-5-quotes-from-the-megami-tensei-franchise/ 24. https://www.medlinepluss.uk/united-cares-airlines-customer-appreciation/ 25. https://www.medlinepluss.uk/cliff-health-insurance-charleston-sc-charleston/ 26. https://www.medlinepluss.uk/sc-health-insurance-pool-centers-must-be-adequately-funded/ 27. https://www.medlinepluss.uk/clear-skin-cream-view-uses-side-effects/ 28. https://www.medlinepluss.uk/chicken-pox-scars-removal-treatments-and-home-remedies/ 29. https://www.medlinepluss.uk/what-is-the-real-name-of-sister-in-law-of-ranjit-patil/ 30. https://www.medlinepluss.uk/pune-station-to-swargate/ 31. https://www.medlinepluss.uk/hair-clutcher-hair-accessories-fashion-pearl-jewellery/ 32. https://www.medlinepluss.uk/irreparable-meaning-hindi/ 33. https://www.medlinepluss.uk/skin-city-pune-best-skin-specialist-and-dermatologist-pune/ 34. https://www.medlinepluss.uk/byu-health-insurance/ 35. https://www.medlinepluss.uk/beneficiary-web-enrolment/ 36. https://www.medlinepluss.uk/child-health-plus-ny-cuomo-special-acceptance/ 37. https://www.medlinepluss.uk/california-family-code-employee/ 38. https://www.medlinepluss.uk/amerihealth-careers/ 39. https://www.medlinepluss.uk/americas-health-insurance-plans/ 40. https://www.medlinepluss.uk/apple-health-dental-dental-services-health-care-authority/ 41. https://www.medlinepluss.uk/insure-one-agency-located-in-southfield-michigan/ 42. https://www.medlinepluss.uk/watch-instant-family-online-free-2/ 43. https://www.medlinepluss.uk/watch-instant-family-online-free/ 44. https://www.medlinepluss.uk/which-of-the-following-typically-have-the-highest-auto-insurance-premiums/ 45. https://www.medlinepluss.uk/pimple-saudagar-make-money-working-jobs-in-gurav/ 46. https://www.medlinepluss.uk/erandwane-pune-sharda-centre-gold-chain-price/ 47. https://www.medlinepluss.uk/dermatologist-in-pimple-saudagar/ 48. https://www.medlinepluss.uk/best-eye-specialist-in-pune-best-ophthalmologists/ 49. https://www.medlinepluss.uk/best-dermatologist-in-pune-offers-excellent-beard-displace-low-budget/ 50. https://www.medlinepluss.uk/best-dermatologist-in-pune-acne-blisterhair-transplants/ 51. https://www.medlinepluss.uk/aruna-hospital-a-patient-enacting-a-will-from-a-health-facility/
No comments